বিজ্ঞাপন

‘নৌকার পালে বিজয়ের হাওয়া আর কারও মাথায় গণ্ডগোল’

January 18, 2021 | 8:37 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: নৌকার পালে বিজয়ের হাওয়া দেখে কারও কারও মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।

বিজ্ঞাপন

সোমবার (১৮ জানুয়ারি) নগরীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগের সময় আয়োজিত বিভিন্ন পথসভায় তিনি এ মন্তব্য করেন। এদিন তিনি নগরীর পশ্চিম বাক‌লিয়া, উত্তর ও দ‌ক্ষিণ পাঠানটুলী এবং পূর্ব মাদারবাড়ী ওয়া‌র্ডে গণসং‌যোগ ক‌রেন।

রেজাউল ব‌লেন, ‘চট্টগ্রা‌মের মানুষ উন্নয়নের প‌ক্ষে নৌকায় ভোট দি‌তে জোটবদ্ধ। চট্টগ্রা‌মের উন্নয়‌নের স্বা‌র্থে দলমত নি‌র্বি‌শে‌ষে রাজ‌নৈ‌তিক, সামাজিক, সাংস্কৃ‌তিক, ব‌্যবসায়ী সংগঠনগু‌লো সি‌টি করপোরেশ‌নের মেয়র প‌দে আওয়ামী লীগকে, আমা‌কে নৌকা প্রতীক‌কে সমর্থন জা‌নি‌য়ে যাচ্ছেন। নৌকার পা‌লে বিজ‌য়ের হাওয়া লে‌গে‌ছে দে‌খে কারও কা‌রেও মাথায় গণ্ডগোল দেখা দিয়েছে। এক‌টি অশা‌ন্তি পা‌র্টি মি‌থ্যা ও ভি‌ত্তিহীন অজুহাত তু‌লতে শুরু ক‌রে‌ছে। গণ‌বি‌চ্ছিন্ন দল‌টি জনরা‌য়ে বিশ্বাসী নয়, তারা নির্বাচন চায় না। বারবার তারা নির্বাচ‌নে প্রার্থী হ‌লেও জনগণ তাদের প্রত্যাখান করেছে। এজন্য যে কোনো নির্বাচনে তারা নানা অজুহাত তু‌লে স‌রে গি‌য়ে অশা‌ন্তি সৃ‌ষ্টির পাঁয়তারা ক‌রে।’

এলাকাবাসীর কাছে নৌকায় ভোট চেয়ে তিনি ব‌লেন, ‘আপনারা জা‌নেন উন্নয়‌নের জাদুকর, বিশ্বন‌ন্দিত নেত্রী, বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা আমার সঙ্গে আছেন। মেয়র নির্বা‌চিত হ‌লে আমি আমার দীর্ঘ রাজ‌নৈ‌তিক অভিজ্ঞতা, সততা, নিষ্ঠা, শ্রম ও মেধা দি‌য়ে আমার আপনার প্রিয় চট্টগ্রাম‌কে শা‌ন্তি, সৌহার্দ্যের, স্বাস্থ‌্যকর নান্দ‌নিক ও আধু‌নিক নগরী হিসেবে গড়ে তুলবো।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চট্টগ্রা‌মের মানু‌ষের নাগ‌রিক সমস‌্যা সমাধা‌নে আমি আন্দোলন ক‌রেছি, সমাধা‌নের জন‌্য নানা মাধ‌্যমে পরামর্শ দি‌য়ে‌ছি। আমি জা‌নি চট্টগ্রা‌মের কোথায় ‌কী সমস‌্যা আছে। সমস‌্যা সমাধা‌নে কাজ করার ই‌চ্ছা, উদ‌্যমও আছে, সৎ সাহস আমার আছে। আমি আপনা‌দের সহ‌যো‌গিতা চাই, নৌকা প্রতী‌কে আপনা‌দের রায় চাই।’

পথসভায় সা‌বেক মে‌য়র আ জ ম না‌ছির উ‌দ্দীন ব‌লেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে কেউ যদি সন্ত্রাস-নৈরাজ্যের পথে হাঁটতে চায়, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। ভোটার‌দের অনু‌রোধ ক‌রি, সক‌লেই ভোটকে‌ন্দ্রে আস‌বেন। স্বাধীনতার প্রতীক, গণত‌ন্ত্রের প্রতীক, উন্নয়‌নের প্রতীক নৌকায় ভোট দি‌য়ে রেজাউল ভাই‌কে জয়ী কর‌বেন।’

গণসংযোগে নগর আওয়ামী লীগের সাংগঠ‌নিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এ টি এম পেয়ারুল ইসলাম, প‌শ্চিম বাক‌লিয়ার দল সমর্থিত ওয়ার্ড কাউ‌ন্সিলর প্রার্থী শহীদুল ইসলাম, দ‌ক্ষিন পাঠানটুলি ওয়ার্ডের প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর, উত্তর পাঠানটুলি ওয়ার্ডের প্রার্থী মোহাম্মদ জাবেদ, পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ডের প্রার্থী গোলাম মোহাম্মদ জোবায়ের, নারী কাউ‌ন্সিলর পদপ্রার্থী জা‌হেদা বেগম প‌পি, শাহীন আক্তার রোজী, জিন্নাত আরা বেগম এবং কেন্দ্রীয় যুবলী‌গের সা‌বেক সদস‌্য মান্নান ফের‌দৌস, নগর ছাত্রলী‌গের সা‌বেক সাধারণ সম্পাদক নুরুল আ‌জিম র‌নি ছিলেন।

বিজ্ঞাপন

পাহাড়তলী ওয়ার্ডে আরশেদুল আলম বাচ্চুর প্রচারণা

এদিকে নগরীর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্নস্থানে দল মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী ও কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থনে দিনভর প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু। এসময় সাবেক-বর্তমান ছাত্রলীগের একঝাঁক নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।

পথসভায় আরশেদুল আলম বাচ্চু বলেন, ‘মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী এবং কাউন্সিলর প্রার্থী ওয়াসিম উদ্দিন জননেত্রী শেখ হাসিনার প্রার্থী। চট্টগ্রামকে উন্নয়নের নতুন মহাসড়কে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। উন্নয়নের এই ধারাকে এগিয়ে নিতে হলে চট্টগ্রামের মতো একটি গুরুত্বপূর্ণ শহরে প্রধানমন্ত্রীর প্রার্থীকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী করতে ২৭ জানুয়ারি ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিটি ভোটকেন্দ্রে অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে।’

বিজ্ঞাপন

এসময় সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে হাবিবুর রহমান তারেক, রাজেশ বড়ুয়া, তোসাদ্দেক নূর চৌধুরী তপু, দেলোয়ার হোসেন মিন্টু এবং নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, যুগ্ম সম্পাদক গোলাম ছামদানি জনি, ,এম এ হালিম মিতু, মোহাম্মদ বিন ফয়সাল, নাজমুল হাসান, তোফায়েল আহমেদ মামুন, সাকিল, আশেকুন নবী, জাহেদুল ইসলাম, সুলতান আহমেদ ফয়সাল, ইমাম উদ্দিন নয়ন, সালাহউদ্দিন বাবু, আজিম তালুকদার, শফিকুল ইসলাম শাকিল, রুবেল সরকার, শাহাদাত হোসেন হীরা, আবদুল্ল্লাহ আল আহাদ, মাহফুজ হোসেন, সোহেল বড়ুয়া, মিজানুর রহমান, আবু সাঈদ মুন্না, আওরাজ ভূইয়া রনক, গোলামুর রহমান চৌধুরী রিজান, ইফতেখার উদ্দিন সজীব, আবদুল মান্নান সানি, মোহাম্মদ রবিন, আকবর শাহ থানা সভাপতি জুয়েল সিদ্দিকী ছিলেন।

সারাবাংলা/আরডি/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন