বিজ্ঞাপন

‘ভ্যাকসিনের তথ্য নিবন্ধন অ্যাপ হস্তান্তর ২৫ জানুয়ারির মধ্যে’

January 18, 2021 | 9:57 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী ২৫ জানুয়ারির মধ্যে ভ্যাকসিন নিবন্ধনের জন্য তৈরি করা প্ল্যাটফর্ম বা অ্যাপ ‘সুরক্ষা ডট জিওভি ডট বিডি’ স্বাস্থ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিজ্ঞাপন

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ‘কোভিড-১৯ স্বাস্থ্য বুলেটিন-২০২০’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, ‘বাংলাদেশে ভ্যাকসিন আসছে। সেটি কীভাবে প্রয়োগ করা হবে সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে আমরা করব। রেজিস্ট্রেশন, কবে, কোথায় ভ্যাকসিন নিতে হবে- সেসব তথ্য নাগরিকদের কাছে পাঠানো এবং ভ্যাকসিন যারা নেবেন তাদের তথ্য উপাত্তগুলো প্রয়োজনীয় সংস্থার সঙ্গে আদান-প্রদান করা হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুরোধে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায়, সুরক্ষা ডট জিওভি ডট বিডি নামে একটি ডিজিটাল রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তৈরি করেছি।’

তিনি বলেন, ‘প্ল্যাটফর্মটি আগামী দুই দিন সফটওয়্যার টেস্টিং এবং কোয়ালিটি অ্যাশিউরেন্স ল্যাবে পরীক্ষা হবে। আমরা আশা করছি, ২৫ তারিখের মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের এই ডিজিটাল ভ্যাকসিন রেজিস্ট্রেশন প্ল্যাটফর্ম তুলে দিতে পারব।’

বিজ্ঞাপন

পলক বলেন, ‘৬৬ দিন ন্যাশনাল লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন অন্যান্য দেশের মাথা পিছু আয় কমে গেছে, সেখানে ২০২০ সালে এসে আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৫৯ ডলার। আমাদের অফিস বন্ধ ছিল ৬৬ দিন, শিক্ষাপ্রতিষ্ঠান এখনও বন্ধ আছে। কিন্তু আমাদের দাফতরিক কাজ এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি।’

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলমের সভাপতিত্ব করেন মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ড ও বিএমআরসি অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো আব্দুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদফতরের এমআইএস বিভাগের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন