বিজ্ঞাপন

সবার আগে আমি নেব করোনা ভ্যাকসিন: অর্থমন্ত্রী

January 21, 2021 | 6:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জনিয়েছেন, করোনাভাইরাস প্রতিরোধে সবার আগে তিনি ভ্যাকসিন নেবেন। মন্ত্রী বলেন, ‘আমার বয়স হয়েছে, আমি ভ্যাকসিন নেবো এবং সরকার যে ভ্যাকসিন আনবে সেটাই আমি সবার আগে নিয়ে নেব।’

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে অনলাইনে অনুষ্ঠিত অর্থনৈতিক ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সভায় করোনার ভ্যাকসিন নেবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, আমার বয়স হয়েছে। আপনার (সাংবাদিক) লাগবে না। আমি বয়স্ক, আমার লাগবে।’

কোন ভ্যাকসিন নেবেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার যেটা আনছে, সেটাই নেব। যেখান থেকে আগে আসে, সেটাই নেব। সব তো একই ভ্যাকসিন, একই কোম্পানির ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন, তাহলে একই ভ্যাকসিন।’ এখন পর্যন্ত দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনার কোনো তথ্য নেই বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘ভ্যাকসিন আনার বিষয়ে অর্থ মন্ত্রণালয় থেকে সব ধরনের অনুমোদন দেওয়া হয়েছে। আমরা ভ্যাকসিন কেনার জন্য অর্থায়নের ব্যবস্থা করেছি। আজ দেশে ভ্যাকসিন আসছে, এটি আসার খবর বেশ ভালো খবর। আমরা সবাই ভ্যাকসিন নিয়ে নিবো। প্রতি ডোজ করোনা ভ্যাকসিনের দাম কত হবে, এটা অর্থমন্ত্রণালয় নয়, স্বাস্থ্য মন্ত্রণালয় বলবে। ভ্যাকসিন সবাই নিলে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যাবে। যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’

অর্থমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের দাম কত হবে, এটা অর্থমন্ত্রণালয় না, স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো বলতে পারবে।’ কোনো বেসরকারি প্রতিষ্ঠান ভ্যাকসিন আমদানি করতে পারবে কিনা সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিষয় বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন