বিজ্ঞাপন

চাকরি জাতীয়করণের দাবিতে এলজিইডি কর্মচারীদের অবস্থান কর্মসূচি

January 22, 2021 | 4:54 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলজিইডি’র নিয়োগ বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

বিজ্ঞাপন

নিয়োগ বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, ‘হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের পরেও ৩ হাজার ৭৯৬ জন দক্ষ, নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছি। অথচ একই রায়ে ৩ হাজার ৭২৮ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হলেও ৩ হাজার ৭৯৬ জনের তা হয়নি। এতে করে আমরা পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিন।’

অবস্থান কর্মসূচিতে নিয়োগবঞ্চিত লুৎফুন নাহার পলাশী, অনুপম বড়ুয়া, আফজাল হোসেন ও জিয়া রহমান বক্তব্য দেন। ‘মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, আপনার কাছে আকুল আবেদন এলজিইডি নিয়োগ বৈষম্য দূরীকরণ করুন’, লেখা প্ল্যাকার্ড নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের অংশ নিতে দেখা যায়।

এসময় চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএইচ/এমও

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন