বিজ্ঞাপন

সাকিব-মাহমুদউল্লাহর মন্ত্রে মিরাজের বাজিমাত

January 22, 2021 | 8:47 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

জাতীয় দলে রঙিন পোশাকের ক্রিকেটে অনেকদিন ধরেই আসা-যাওয়ার মধ্যে আছেন মেহেদি হাসান মিরাজ। উইকেটের টার্নের কথা চিন্তা করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তটাও হয়তো পছন্দ হয়নি অনেকের! সিরিজের আগে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করতে না পাড়া মিরাজ প্রথম ওয়ানডেতে আলো ছড়াতে পারেননি। অন্য বোলারদের দুর্দান্ত বোলিংয়ের দিনে উইকেট পেয়েছিলেন একটি। সেই মিরাজই দ্বিতীয় ওয়ানডেতে ম্যান অফ দ্যা ম্যাচ।

বিজ্ঞাপন

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ওয়েস্ট ইন্ডিজকে আজ ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৯.৪ ওভার বোলিং করে মাত্র ২৫ রান খরচায় চার উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন তরুণ স্পিনিং অলরাউন্ডার। এভাবে বদলে যাওয়া গল্প বলছিলেন ম্যাচ শেষে। মিরাজ বলেন, তার সাফল্যে বড় ভূমিকা রেখেছে দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের পরামর্শ।

প্রথম ম্যাচে সাকিবের কাছ থেকে বোলিং পরামর্শ পেয়েছিলেন মিরাজ, সেটা আয়ত্ব করেছেন। আজ দ্বিতীয় ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ফিল্ডিং পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন। কাজ হয়েছে তাতেই।

ম্যাচ শেষে মিরাজ বলছিলেন, ‘আমাদের স্পিনাররা খুব ভালো জায়গায় বোলিং করেছে। বিশেষ করে সাকিব ভাই। ওনার অভিজ্ঞতার কথা আমরা জানি। সে সব সময় ভালো বোলিং করে এবং ভালো জায়গায় পরিস্থিতি অনুযায়ী বল করে। আমি জুনিয়র প্লেয়ার হিসেবে অনেক কিছু শিখি ওনার কাছ থেকে। তিনি আমাকে বিভিন্ন রকম টিপস দেন এবং সিচুয়েশন অনুযায়ী বিভিন্ন কথা বলেন।’

বিজ্ঞাপন

২৫ বছর বয়সী তরুণ বলেন, ‘যেমন প্রথম ম্যাচে আমি কিন্তু ওই রকম স্বাচ্ছন্দ ছিলাম না। সাকিব ভাই দুইটা কথা বলেছে, ওই দুইটা কথাই আমার অনেক কাজে লেগেছে। যেমন বাঁহাতি ব্যাটসম্যানরা আমাকে সহজেই খেলছিল। (সাকিব) আমাকে বলছিল যে তুই লেগ মিডলে বল করলে ভালো হবে। তখন কিন্তু হঠাৎ করে আমার চিন্তা হয়ে গেছে যে না আমি ওইখানে বল করলে হয়তো ব্যাটসম্যান বিপদে পড়বে। কিছুক্ষণ বোলিং করার পর একটা মেইডেনও নিয়েছি। ছোট ছোট চিন্তা এবং চেঞ্জগুলো এইগুলো কিন্তু অনেক হেল্প করে।’

আজকের ম্যাচে মাহমুদউল্লাহর কাছ থেকে মন্ত্র পাওয়ার কথা জানিয়েছেন মিরাজ, ‘আজকের ম্যাচে দেখেন আমি যখন বল করেছিলাম, তিন ওভার বোলিং করে উইকেট পাচ্ছিলাম না কিন্তু ভালো জায়গায় বোলিং করছিলাম। তখন রিয়াদ ভাই ফিল্ডিংয়ে একটা চেঞ্জ করেছেন আমার সাথে কথা বলে। আমাকে বললেন যে তুই ক্যাপ্টেনের সঙ্গে কথা করতে পারিস। তার পরের বলেই কিন্তু উইকেটটা পেয়েছি।’

মিরাজ বলেন, ‘এটা আমার জন্য অনেক স্পেশাল ছিল, রিয়াদ ভাইয়ের ওই ছোট্ট চেঞ্জিংটা। আমি ক্যাপ্টেনের সঙ্গে ডিসকাস না করে যদি পরিবর্তনটা না করতাম তাহলে হয়তো উইকেটটা পেতাম না। নিজের কনফিডেন্সটা বিল্ড আপ হতো না।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন