বিজ্ঞাপন

বঙ্গোপসাগরে ফিশিংবোট ডুবে নিহত ৪, চলছে উদ্ধার অভিযান

January 23, 2021 | 11:07 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কক্সবাজার ও সেন্টমার্টিনের মাঝামাঝি বঙ্গোপসাগরে এফবি জানজাবিন নামে একটি ফিশিংবোট ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

শনিবার (২৩ জানুয়ারি) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক।

আমিরুল হক সারাবাংলাকে বলেন, “শনিবার ভোর ৫টায় কক্সবাজার লাইট হতে ৩৭ নটিক্যাল মাইল এবং সেন্টমার্টিন্স লাইট হতে ৩৪.৫ নটিক্যাল মাইল দূরে ২৫ জন জেলে নিয়ে ‘এফভি জানজাবিন’ নামের একটি মাছ ধরার জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়া ২৫ জনের মধ্যে ১৩ জন জেলেকে অন্য একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে। সকাল সাড়ে ১০টার দিকে কোস্ট গার্ড জাহাজ বিসিজি এস শ্যামল বাংলা ঘটনাস্থলে পৌঁছায়।’

নিখোঁজদের বিষয়ে তিনি বলেন, এখানে সঠিকভাবে কতজন নিখোঁজ আছেন এখন পর্যন্ত তা অভিযান শেষ না হওয়ার আগে বলা যাচ্ছে না। যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের দেওয়া তথ্য মতে অভিযান চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ রয়েছে ৮ জন। তবে এ সংখ্যা প্রকৃত অর্থে নির্ভর করবে সেই ফিশিংবোটে কতজন ছিল তার ওপর। এখনও বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা উদ্ধার অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞাপন

নিখোঁজদের না পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে বলেও জানান লে. কমান্ডার আমিরুল হক।

সারাবাংলা/এসবি/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন