বিজ্ঞাপন

উইন্ডিজ কোচের সীমাহীন অসন্তোষ

January 25, 2021 | 10:05 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম থেকে: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে শিষ্যরা যে টেকনিকে বল করেছেন তাতে খুব একটা অসন্তুষ্ট নন ওয়েস্ট ইন্ডিজ দলের হেড কোচ ফিল সিমন্স। কিন্তু তাদের ব্যাটিংয়ে যারপরনাই অসন্তুষ্ট তিনি। বললেন পুরো সিরিজেই ব্যাটিং ছিল নিদারুণ হতাশার।

বিজ্ঞাপন

আলজারি জোসেপ,আকিল হোসেন ও রেমন রিফারদের বোলিংয়ের বিপক্ষে সাকিব-তামিমরা যে খুব একটা স্বাচ্ছন্দে খেলেছেন তা কিন্তু পুরো ওয়ানডে সিরিজে একবারও মনে হয়নি। কেননা তিন ওয়ানডের একটিতেও বাংলাদেশের কোন ব্যাটসম্যান একটি শতকের দেখাও পাননি। তাছাড়া শেষ ওয়ানডেতে আগে ব্যাটিংয়ে নেমেও দলটির বিপক্ষে দলীয় ৩শ রানের কোঠা স্পর্শ করতে পারেননি স্বাগতিক টাইগাররা। শুধু তাই নয়, প্রথম ওয়ানডেতে ক্যারিবিয়দের দেওয়া ১২৩ রানের লক্ষ্য ছুঁতেও ডমিঙ্গো শিষ্যদের হারাতে হয়েছে ৪ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ১৪৯ রানের তারা ছুঁয়েছেন ৩ উইকেটের খরচায়। কাজেই বোলিং বিভাগ যে খুব একটা খারাপ সেটা বলার সুযোগ নেই।

কিন্তু অতিথিদের ব্যাটিং ছিল নিদারুণ হতাশার। তিন ম্যাচ সিরিজের ওয়ানডের একটিতেও কোন ব্যাটসম্যান ব্যক্তিগত ৫০ রানের কোঠাও স্পর্শ করতে পারেননি হতাশার শেষ এখানেই শেষ নয়, টানা দুই ওয়ানডেতে আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়েও স্কোর বোর্ডে দলীয় ২শ রান যোগ করতে পারেননি সফরকারিরা। তাতে ওয়ানডেতে হোয়াইটওয়াশের করুণ পরিণতি বরণ করে নিতে হয়েছে ক্যারিবিয়দের। সেকারণেই তাইতো কোচের এমন আকাশ ছোঁয়া অসন্তোষ।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডের পরে হেড কোচ ফিল সিমন্স একথা জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের পারফরম্যান্স হতাশাব্যঞ্জক ছিল। ব্যাটিংয়ে যতটা ভাল করা প্রয়োজন ছিল আমরা তা পারিনি। তবে বোলিং ততটা খারাপ ছিল না। আমারা প্রতিপক্ষকে ৩শ রানের নিচেই বেঁধে ফেলেছি, যা দারুণ ছিল। কিন্তু পুরো সিরিজেই আমাদের ব্যাটিং শোচনীয় ছিল।’

বাংলাদেশের বিপক্ষে এই সিরিজে কী শিখলেন? সংবাদ মাধ্যমের করা এমন প্রশ্নে কারিবিয়ান কোচের উত্তর ছিল, ‘আমরা শিখেছি যে আমাদের স্পিনে আরো ভাল করতে হবে। আমরা বাংলাদেশে এলে ব্যাটসম্যানদের স্ট্রাইক রোটেট করে বাউন্ডারির সংখ্যা বাড়াতে হবে। এখানে অনেক কাজ করার আছে।’

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়, বাংলাদেশ ওয়ানডে সিরিজে শিষ্যদের যে দৈন্য পারফরম্যান্স তিনি দেখেছেন তাতে তার মনে হয়েছে প্রতিটি বিভাগেই তাদের উন্নতি অবশ্য প্রয়োজন। ‘তিন ম্যাচ এভাবে হারার পর আমার মনে হয়েছে আমাদের প্রতিটি বিভাগেই উন্নতি করতে হবে। বিশেষ করে রান যা আমরা স্কোর বোর্ডে তুলেছি। এখন থেকে মার্চে পরবর্তী সিরিজ পর্যন্ত বিষয়টি নিয়ে কাজ করতে হবে।’

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন