বিজ্ঞাপন

‘নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপির পরিকল্পিত হামলা’

January 27, 2021 | 2:24 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপির হামলায় তিন কর্মী আহত হয়েছেন জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি পরিকল্পিতভাবে বিভিন্ন কেন্দ্রে হামলা করছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট ও নগর আওয়ামী লীগের সহসভাপতি ইব্রাহিম হোসেন বাবুল এ দাবি করেন।

ইব্রাহিম হোসেন বলেন, অগ্নিসন্ত্রাসের কারণে বিএনপির জনভিত্তি নেই। তারা নির্বাচনি প্রচার-প্রচারণা চালায়। কিন্তু ভোটের দিন মাঠে থাকে না। এটা তাদের কৌশল।

তিনি বলেন, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখে বিএনপি ভীতসন্ত্রস্ত হয়ে বহিরাগতদের নিয়ে বিভিন্ন কেন্দ্রে পরিকল্পিতভাবে হামলা করছে। তবে তাদের অপচেষ্টা সফল হবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন