বিজ্ঞাপন

সবার ভ্যাকসিন আগে, আমি নেব পরে: প্রধানমন্ত্রী

January 27, 2021 | 6:53 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: জনমনে সংশয় দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবার আগে ভ্যাকসিন নেওয়া উচিত- বিভিন্ন মহল থেকে এরকম দাবি উঠলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনে করেন দেশের প্রতিটি মানুষকে আগে ভ্যাকসিন দেওয়া দরকার। এরপর তিনি নিতে চান।

বিজ্ঞাপন

বুধবার (২৭ জানুয়ারি) করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওই বিষয়ে কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি যদি ভ্যাকসিন আগে নিতাম তাহলে তারা (সমালোচনাকারীরা) বলত, আগেই নিয়ে নিল, কাউকে দিল না। আগে সবাইকে ভ্যাকসিন দিয়ে নিই তারপর…।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় গণভবন প্রান্ত থেকেই কুর্মিটোলা হাসপাতালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রথম পাঁচজনের ওপর ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমের প্রস্তুতি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে সঙ্গে সুরক্ষা অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন কার্যক্রমও চালু হয়ে গেল। বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালের ৪০০ থেকে ৫০০ জনকে টিকা দেওয়া হবে। সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা বাংলাদেশে দেওয়া হবে। সরকার সেরাম ইনস্টিটিউট থেকে যে তিন কোটি ডোজ টিকা কিনছে, তার প্রথম চালানে ৫০ লাখ ডোজ এরইমধ্যে দেশে পৌঁছেছে। পরীক্ষা নিরীক্ষা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রথম চালানের ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে। এছাড়া সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত আরও ২০ লাখ ডোজ টিকা ভারত সরকারের উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশে এ ভ্যাকসিনের কোনো ক্লিনিক্যাল ট্রায়াল হয়নি। তাই ঢাকার পাঁচটি হাসপাতালে নির্দিষ্ট ব্যক্তিদের ওপর ভ্যাকসিন প্রয়োগ করে তাদের পর্যবেক্ষণে রাখা হবে। সব কিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি শুরু হবে কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি।

বাংলাদেশে প্রথম করোনার ভ্যাকসিন প্রয়োগ করা হয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে। প্রথম টিকা পাওয়ার অপর চারজন হলেন- এ হাসপাতালের চিকিৎসক ডা. আহমেদ লুৎফুল মোবেন, স্বাস্থ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, মতিঝিল বিভাগের ট্রাফিক পুলিশ সদস্য মো. দিদারুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ। এ পাঁচজনসহ মোট ২৬ জনকে প্রথম দিন টিকা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন বলে স্বাস্থ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন। এই ফ্রন্টলাইনার ওয়ারর্কারকে এই ভ্যাকসিন প্রদান করা হয়।

প্রথমে ভ্যাকসিন গ্রহণকারী রুনু ভোরোনিকা কস্তা প্রধানমন্ত্রীকে সম্মোধন করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শুভ অপরাহ্ন।’ এ সময় গণভবন প্রান্ত থেকে প্রধানমন্ত্রী বলেন, ‘তোমার ভয় লাগছে না তো! ভয় পাচ্ছো না তো? তার জবাবে রুনু বলেন, ‘না ম্যাডাম।’

প্রধানমন্ত্রী বলেন, ‘খুব সাহসী তুমি।’

বিজ্ঞাপন

এর কিছুক্ষণ পর প্রধানমন্ত্রী আরও বলেন, ‘হয়ে গেল! রুনু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি ভালো থাকো, সুস্থ থাকো। আরও অনেক রোগীর সেবা করো সেই দোয়া করি।’

এ সময় ভ্যাকসিন গ্রহণকারী রুনু সমস্বরে উচ্চারণ করেন, ‘জয় বাংলা’। প্রধানমন্ত্রীও তার জবাবে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান ধরেন।

এরপর প্রধানমন্ত্রীকে সালাম জানিয়ে ভ্যাকসিন আসনে বসেন নাসিমা সুলতানা। প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান এবং বলেন, ‘তুমি সুস্থ থাকো, ভালো থাকো দোয়া করি।’

এ সময় নাসিমা সুলতানাও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ধরেন। তিনি আরও বলেন, ‘শুভেচ্ছা জানাচ্ছি। সাহস করে নিতে আসার জন্য। নার্ভাস লাগছে না তো নাসিমা?’

ওদিকে নাসিমাকে ভ্যাকসিন প্রদান শুরু শুরু হলে প্রধানমন্ত্রী এদিক থেকে মমতাসুলভাবে বলেন, ‘মাসেল রিলাক্স করতে হবে।’ তার জবাবে নাসিমা বলেন, ‘অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে আছেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

দিদারুল ইসলাম প্রধানমন্ত্রীকে সালাম জানালে তিনি বলেন, ‘পুলিশ অনেক কাজ করেছে। এবার পুলিশ এত সার্ভিস দিয়েছে তা বলার মতো না। অনেক সাহসী পদক্ষেপ নিয়েছে।’

ভ্যাকসিন নেওয়া শেষে ওই পুলিশ সদস্য প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাকে ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। দেশ ও জনগণের সেবক হিসেবে নিজে ভ্যাকসিন নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

প্রধানমন্ত্রী তার সুস্থতা কামনা করে দোয়া করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরান হামিদের সালামের বিনিময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তুমি নিচ্ছো।’

হামিদ বলেন, ‘জ্বি স্যার।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ওহ আচ্ছা।’

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এখন আমরা নিয়ে আসি। আগে নিলে বলত নিজেই আগে নিল, কাউকে দিল না। সবাইকে দিয়ে নিই, তারপরে।’

জবাববে ব্রিগেডিয়ার জেনারেল হামিদ বলেন, ‘ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সুস্থ থাকো, ভালো থাকো। অনেক ধন্যবাদ সুস্থ থাক, ভালো থাকো। দোয়া করি।’

সারাবাংলা/এনআর/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন