বিজ্ঞাপন

মাইক্রোসফটের আয় বেড়েছে ১৭ শতাংশ

January 28, 2021 | 12:04 am

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সম্প্রতি অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের হিসাব জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট। আগের বছরের তুলনায় প্রতিষ্ঠানটির আয় ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৩১০ কোটি ডলার মার্কিন ডলারে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে প্রযুক্তিবিষয়ক ব্লগ এনগ্যাজেট জানিয়েছে, বিশ্লেষকদের অনুমানের চেয়েও ২৯০ কোটি ডলার বেশি আয় করেছে মাইক্রোসফট। সব মিলিয়ে প্রতিষ্ঠানটির মুনাফা ৩৩ শতাংশ বেড়ে এক হাজার ৫৫০ কোটি মার্কিন ডলারে পৌঁছে গেছে।

২০২০ সালে মাইক্রোসফট ক্লাউড ব্যবসায় সবচেয়ে ভালো করেছে। এর আগের বছরের তুলনায় ক্লাউড ব্যবসায় আয় বেড়েছে ২৩ শতাংশ। পার্সোনাল কম্পিউটার (পিসি) ব্যবসাও বেড়েছে মাইক্রোসফটের। বছরজুড়ে মাইক্রোসফটের মোর পারসোনাল কম্পিউটিং ব্যবসা ১৪ শতাংশ বেড়ে এক হাজার ৫১০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের ধারণা ছিল, ওই খাত থেকে মাইক্রোসফটের আয় হবে এক হাজার ৩৫৫ কোটি মার্কিন ডলার। এক্সবক্স কনটেন্ট এবং সেবা খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা বেড়েছে ৪০ শতাংশ। এক্সবক্স হার্ডওয়্যার বিক্রি বেড়েছে ৮৬ শতাংশ। পরবর্তী প্রজন্মের কনসোল নিয়ে আসার কারণেই এমনটা হয়েছে বলে উল্লেখ করেছে এনগ্যাজেট।

বিজ্ঞাপন

ইনটেলের মতো মাইক্রোসফটও কোভিড-১৯ মহামারির কারণে তৈরি হওয়া কম্পিউটারের চাহিদা থেকে লাভবান হয়েছে। তবে, আগের বছরের তুলনায় উইন্ডোজ অপারেটিং সিস্টেম (ওএস) বিক্রি বেড়েছে মাত্র এক শতাংশ। অন্যদিকে, উইন্ডোজের বাণিজ্যিক পণ্য এবং ক্লাউড সেবার বিক্রি বেড়েছে ১০ শতাংশ।

সারাবাংলা/একেএম

Tags: , , , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন