বিজ্ঞাপন

বিনামূ‌ল্যে চি‌কিৎসা কার্যক্রম উদ্বোধন পাটমন্ত্রীর

February 2, 2021 | 9:59 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগ‌ঞ্জ: জেলার রূপগ‌ঞ্জে স্কাইভিউ ফাউন্ডেশনের আয়োজ‌নে এক হাজার দুঃস্থ রোগীকে বিনামূ‌ল্যে চিকিৎসা সেবা দেওয়া হ‌য়ে‌ছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকা‌লে ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্যমে এই চি‌কিৎসা কার্যক্রম উদ্বোধন ক‌রেন বস্ত্র ও পাটমন্ত্রী ‌ গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বিজ্ঞাপন

কা‌য়েতপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সা‌র্বিক তত্ত্বাবধা‌নে ১০ জন বি‌শেষজ্ঞ চি‌কিৎস‌কের মাধ্যমে এ চি‌কিৎসা‌ সেবা দেওয়া হয়। এ সময় ৫০০ জ‌নের ডায়া‌বে‌টিস টেস্ট এবং ৬০০ জ‌নের ফ্রি ব্লাড গ্রু‌প পরীক্ষা করা হয়।

উপ‌জেলার চনপাড়া এলাকার আল আরাফা মাদরাসা মা‌ঠে আইচি মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যো‌গে বিনামূ‌ল্যে এ চিকিৎসা দেওয়া হয়।

বিজ্ঞাপন

এ সময় চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সর্দার, স্কাইভিউ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান রা‌কিব বিন জামান, আইচি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক ইকবাল হোসেন, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন ম‌হিলা লী‌গের সভাপ‌তি নাজমা খান, ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক আবু বকর সি‌দ্দিক, ইউনিয়ন ছাত্রলী‌গের সাধারণ সম্পাদক স্বর্ণালী আক্তার, ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাজনীন সুলতানা এবং জাহিদ হাসান, আল মামুন মিঠু, দেলোয়ার হোসেন, শামসুদ্দিন আহামেদ, মো. হেলাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাসহ আরও অনেকেই উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/এনএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন