বিজ্ঞাপন

লেখালেখিতে ব্যস্ত গিয়াসউদ্দিন সেলিম

February 3, 2021 | 5:06 pm

আহমেদ জামান শিমুল

নন্দিত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের বহুদিনের স্বপ্ন ‘কাজলরেখা’ চলচ্চিত্রটি। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে এর চিত্রনাট্যও করেছেন এক দশকের বেশি সময় ধরে ছবিটির চিত্রনাট্য নিয়ে বিভিন্ন জনের কাছে গিয়েছেন তিনি। কিন্তু বাজেট শুনে কেউ সাহস করে এগোয়নি প্রযোজনা করতে। তবে কিছুটা আশার বাণী হিসেবে ২০১৯-২০ অর্থ বছরে ৫০ লাখ টাকা সরকারি অনুদান হিসেবে পেয়েছেন ছবিটি নির্মাণের জন্য। কিন্তু সে অর্থও উপযুক্ত নয় বিধায় থমকে আছে ছবিটি নির্মাণের কাজ।

বিজ্ঞাপন

এ ছবিটির জন্য সহ-প্রযোজক খুঁজছেন গত বছরের জুলাইয়ে সারাবাংলার কাছে জানিয়েছিলেন সেলিম। বর্তমানেও একই অবস্থা রয়েছে বলে জানালেন তিনি। করোনা পরিস্থিতিসহ অন্যান্য কারণে আপাতত নিজেকে ব্যস্ত রেখেছেন লেখালেখির কাজে।

তবে বইমেলার এ সিজনে তিনি কোন বই লিখছেন না। তিনি নতুন একটি চলচ্চিত্রের চিত্রনাট্য লিখছেন। সেলিম বলেন, ‘সিনেমার স্ক্রিপ্ট লিখছি আপাতত এইটুকু হচ্ছে খবর। কী গল্প বা অন্যান্য বিষয় জানানোর মত অবস্থা হয়নি এখনও। আর কাজলরেখা নির্মাণে সহ-প্রযোজক লাগবেই। আপনাদের গত বছর যেভাবে বলেছিলাম পরিস্থিতি এখনও ওই জায়গায় রয়েছে, সহ-প্রযোজক খুঁজছি। এখনও পাইনি।’

সমসাময়িক অনেক পরিচালক ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম কিংবা নাটক বানাচ্ছেন। এসবেও আপাতত তার ইচ্ছে নেই বলে জানালেন সেলিম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতির উন্নতি হোক। সকল কিছু স্বাভাবিক হোক, তারপর না হয় না চিন্তা করা যাবে।’

তার পরিচালিত লাভ ট্রিলজির শেষ ছবি ‘পাপ-পুণ্য’ এ মাসে মুক্তির কথা ছিল। সেটিও হচ্ছে না বলে জানালেন। ‘দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলুক। সিনেমা হলে লোকজন আশা শুরু করুক। তারপর মুক্তির তারিখ ঠিক করা যাবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন