বিজ্ঞাপন

মহাসচিব পদে নির্বাচনের ইচ্ছে আছে: এস এ হক অলিক

February 3, 2021 | 5:53 pm

আহমেদ জামান শিমুল

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন আগামী ২ এপ্রিল। এ নির্বাচনে মহাসচিব পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন এস এ হক অলিক। তিনি বর্তমানে টেলিভিশন নাটক পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক হিসেবে আছেন।

বিজ্ঞাপন

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সারাবাংলাকে অলিক বলেন, ‘পরিচালক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো। মহাসচিব পদে নির্বাচনের ইচ্ছে আছে সবকিছু ঠিকঠাক থাকলে।’

এবারের নির্বাচনে চারটি প্যানেল থাকছে বলে শোনা যাচ্ছে— কাজী হায়াত-এস এ হক অলিক, সোহানুর রহমান সোহান-শাহীন সুমন, শাহ্‌ আলম কিরণ-সাফি উদ্দিন সাফি এবং আবুল খায়ের বুলবুল-জাকির হোসেন রাজু।

তবে অলিক ঠিক কোন প্যানেল থেকে নির্বাচন করবেন তা নিয়ে বলতে চান না। এ নিয়ে বলেন, ‘পরিচালক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কিন্তু প্যানেল করে নির্বাচন করা যায় না। তারপরও হয়ত সমমনাদের নিয়ে আমরা একসঙ্গে নির্বাচন করি। তবে আমি এখনই কিছুই বলতে চাই না। কারণ আগামী ২৬ ফেব্রুয়ারি ডিরেক্টরস গিল্ডের নির্বাচন। এর আগ পর্যন্ত আমি কিন্তু সংগঠনটির রানিং সাধারণ সম্পাদক। তাই ওই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত পরিচালক সমিতির নির্বাচন নিয়ে বেশি কিছু বলতে চাই না।’

বিজ্ঞাপন

এস এ হক অলিক এর আগে পরিচালক সমিতির ২০১৭-১৯ মেয়াদের কমিটির যুগ্ম মহাসচিব পদে নির্বাচিত হয়েছিলেন।

এদিকে অলিক ২০১৯-২০ অর্থ বছরে ‘যোদ্ধা’ নামক মুক্তিযুদ্ধবিষয়ক একটি ছবির জন্য সরকারি অনুদান পেয়েছেন। ছবিটির কী অবস্থা?

অলিক বলেন, ‘এ শীতে শুটিং করিনি কারণ আমরা মনে করেছিলাম করোনার দ্বিতীয় ওয়েব আসবে। যাই হোক সেরকম কিছু হয়নি তাই শুকরিয়া। এখন ইচ্ছে আছে মার্চ-এপ্রিল নাগাদ শুটিং শুরু করার। টানা শুট করে ছবিটি শেষ করে ফেলবো।’

বিজ্ঞাপন

ছবিটির শিল্পী এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন অলিক।

সারাবাংলা/এজেডএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন