বিজ্ঞাপন

আঁকলেন শাহাবুদ্দিন, স্বাক্ষর দিলেন প্রধানমন্ত্রী

March 19, 2018 | 10:28 pm

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

বিজ্ঞাপন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে রেখে ছবি আঁকলেন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ। এরপর শিল্পীর প্রতি স্নেহ-চিহ্ন হিসেবে ওই ছবিতে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী। ছবিটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সোমবার (১৯ মার্চ) বিকেলে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানেই ঘটল এমন শৈল্পিক ঘটনা।

চিত্রপ্রদর্শনীর উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাহাবুদ্দিনকে নিজের ‘ছোট ভাই’ উল্লেখ করে তার দীর্ঘজীবন কামনা করে বলেন, ‘রং-তুলিতে সে যেন মুক্তিযুদ্ধের গৌরবগাঁথাই যেন গেয়ে চলে। তাকে আমি ছোট থেকেই চিনি, মুক্তিযোদ্ধা হিসেবে জানতাম। আমরা থাকতাম পাশাপাশি। আমরা ধানমণ্ডিতে, আর ও কলাবাগানে। তার বহু চিত্রকর্ম আমার দেখার সৌভাগ্য হয়েছে। সে বাংলাদেশের জন্য বিশাল সম্পদ। সবচেয়ে বড় কথা সে একজন মুক্তিযোদ্ধা। তার এই পরিচয় তুলির আঁচড়ে সে নিয়মিত প্রকাশ করে চলেছে।’

বিজ্ঞাপন

নিজের প্রবাস জীবনে শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের বর্ণনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৮০ সালে আমি ও রেহানা (শেখ রেহানা) যখন লন্ডনে, তখন শাহাবুদ্দিন আমাকে ফোন করে দেখা করতে এসেছিল। ওই সালের ১৬ আগস্ট বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সর্বদলীয় একটি কমিটির সভায় আমি প্রথম রাজনৈতিক বক্তৃতা দিই। যে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর একটি ছবি ছিল। কাঠ পুড়িয়ে কয়লা, কাগজ পুড়িয়ে ছাই এবং পেস্টের মিশেলে শাহাবুদ্দিন সেই ছবিটি এঁকেছিল। এটাই প্রমাণ করে ও একজন প্রকৃত শিল্পী। যে কিনা যেকোনো উপাদান দিয়ে ছবি আঁকতে পারে। ওকে ছোটভাই হিসেবে আমি ও রেহানা সব-সময় স্নেহ করি।’

‘শিল্পী শাহাবুদ্দিন আহমেদের চিত্রে মূর্তমান হয়ে ওঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধু’ —এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘সে মুক্তিযুদ্ধকে গর্ব আর বঙ্গবন্ধু আদর্শ মেনে চিত্রকলার চর্চার করে চলেছে।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের সকল অর্জন-আন্দোলন-সংগ্রামে সকলস্তরের শিল্পীরা অবদান রেখেছেন। মার্শাল ল’র সময় যখন রাজনীতিবিদরা কথা বলতে পারছিলেন না; তখন শিল্পীরা তাদের নাটক, সঙ্গীত ও চিত্রকলায় কথা বলেছেন।’

প্রধামনন্ত্রী বলেন, ‘মাত্র সাড়ে তিন বছরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকায় নিয়ে গিয়েছিলেন। তাঁর (জাতির পিতার) পদাঙ্ক অনুসরণ করেই বর্তমান সরকার বাংলাদেশকে উন্নয়নশীল দেশের তালিকায় উন্নীত করেছে। জাতির পিতার দেখানো পথে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।’

নিজের রাজনৈতিক জীবনে জনগণকে পাশে পেয়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাবা-মা-ভাই-আত্মীয়স্বজন সবাইকে হারিয়ে নিঃস্ব অবস্থায় এ দেশে এসেছিলাম। কিন্তু ধন্যবাদ সাধারণ জনগণকে। তাদের যে আদর-স্নেহ পেয়েছি, সেটাই আমাকে শক্তি যুগিয়েছে।’

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গ্যালারিতে প্রদর্শনী ঘুরে দেখেন। সর্বমোট ৩২টি চিত্রকর্ম নিয়ে সাজানো মাসব্যাপী প্রদর্শনী আগামী ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে প্রথমেই শিল্পী শাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে আপা সম্বোধন করে বলেন, ‘আপা জানতে চেয়েছিলেন, ফিগারেটিভ ও অ্যাবস্ট্রাক চিত্রকর্মের পার্থক্য কী? তার জবাবে আমি বলছি, আমি ছাড়া মঞ্চে কেউই শিল্পী নন, এটাই অ্যাবস্ট্রাক। তিনি আমাকে ভালবেসেই আমাদের প্রদর্শনীর উদ্বোধন করতে এসেছেন।’

তিনি বলেন, “আমার জীবনের তিনটি দিক আছে— ছবি আঁকা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু। ১৯৭৪ সালে বঙ্গবন্ধুর নির্দেশে প্যারিসে যাওয়ার আগে দেশে দুর্ভিক্ষ চলছিল। সে সময় আমি ২৭ হাজার টাকা সংগ্রহ করে তার তহবিলে দেওয়ার জন্য চেক দিতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন, ‘এ টাকা তোর বাবারে দে।’ আমি তাকে জোর করে চেকটা দিই। সে সময় তার চোখ দিয়ে পানি বেরিয়েছিল। সেটাই ছিল তার সঙ্গে আমার শেষ সাক্ষাৎ। তিনি রাজনীতিবিদ নন, কারণ, রাজনীতিবিদরা কাঁদতে পারেন না। তিনি ছিলেন মানুষ।”

সংস্কৃতি সচিব ইব্রাহীম হোসেন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী ও গ্যাঞ্জেস আর্ট গ্যালারির পরিচালক স্মিতা বাজেরিয়া।

অনুষ্ঠানে অন্যপ্রকাশ থেকে প্রকাশিত শাহাবুদ্দিন আহমেদের লেখা ‘আমার মুক্তিযুদ্ধ’ গ্রন্থের মোড়ক উন্মোচনও করা হয়।

সারাবাংলা/এনআর/আইজেকে

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন