বিজ্ঞাপন

‘একাত্তরের দিনগুলি’-কে সিনেমা বানাতে চাই

December 11, 2017 | 6:32 pm

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট

বিজ্ঞাপন

২০০১ সালে ‘হাওয়া ঘর’ নাটকের মাধ্যমে দৃশ্যনির্মাণের খেলায় নিজের উপস্থিতি জানান দেন অমিতাভ রেজা চৌধুরী। সেই উপস্থিতি এতোই প্রবল ছিলো যে পরবর্তীতে তার নির্দেশনায় নির্মিত হয় অসংখ্য নাটক আর বিজ্ঞাপন। যে কয়জন নির্মাতা আমাদের ভিজ্যুয়াল ফ্রেমের বাঁক বদলে দিয়েছেন তাদের মধ্যে অমিতাভ রেজা অন্যতম। কেবল ছোটপর্দায় নয়, একমাত্র সিনেমা ‘আয়নাবাজি’ দিয়ে বড়পর্দায়ও নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন গুণী এই নির্মাতা।

মুক্তিযুদ্ধের উপর তার প্রিয় সিনেমা কোনটি? সারাবাংলার এমন প্রশ্নের উত্তরে অমিতাভ রেজা জানান, জহির রায়হান পরিচালিত স্টপ জেনোসাইড তার প্রিয় সিনেমা। তিনি বলেন, ‘প্রিয় মুক্তিযুদ্ধের সিনেমা ‘স্টপ জেনোসাইড’। যতবার দেখি ততোবারই ছবিটার প্রেমে পড়ে যাই। মনে হয় সবচেয়ে আধুনিক ছবি এটি। আলাদা করে কোন দৃশ্যের কথা বলবো না, এই সিনেমার প্রতিটা দৃশ্যই অসাধারন।’

তিনি আরো বলেন, ‘স্টপ জেনাসাইডের পর মুক্তিযুদ্ধের অন্য কোন সিনেমার কথা মাথায়ও আসে না। জহির রায়হানের এই দুর্দান্ত নির্মাণ আমাকে এমনভাবে আচ্ছন্ন করে রেখেছে যে এর পাশে অন্য কোন সিনেমার নাম আমি ভাবতেও পারি না।’

বিজ্ঞাপন
  • গোপন ইচ্ছে:

‘একাত্তরের দিনগুলি’ অমিতাভ রেজার প্রিয় বই। কখনো মুক্তিযুদ্ধের সিনেমা তৈরি করলে শহীদ জননী জাহানারা ইমাম-এর যুদ্ধদিনের বর্ণনাকেই দৃশ্যবন্দী করতে চান অমিতাভ রেজা।

সারাবাংলা/টিএস/পিএম

বিজ্ঞাপন

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন