বিজ্ঞাপন

‘আগামী সপ্তাহের মধ্যেই প্রাথমিকের সব শিক্ষক ভ্যাকসিন পাবেন’

February 9, 2021 | 3:31 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আগামী এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শেষ হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। তিনি এসময় সব শিক্ষককে ভ্যাকসিন নিতে আহ্বান জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে ক্লিনিকে নিজে ভ্যাকসিন নিয়ে সাংবাদিকদের একথা জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশ এখনো করোনার ভ্যাকসিন নিতে পারেনি। এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক সাফল্য ও সেরা ব্যবস্থাপনায় বাংলাদেশ দ্রুততম সময়ের মধ্যে ভ্যাকসিন এনে জনগণকে রক্ষা করছেন।’ এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানান তিনি।

করোনাভাইরাসের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া নেই, আসি শতভাগ সুস্থ আছি উল্লেখ করে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনর প্রতি আতঙ্ক কেটে গেছে। টিকা নিয়ে নিজে সুস্থ থাকেন, অন্যকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ রাখুন।’ এসময় সবাইকে টিকাকেন্দ্রে এসে টিকা নেওয়ার জন্যও অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন