বিজ্ঞাপন

করোনা ভ্যাকসিন: তথ্য জানাবে ফেসবুক

February 9, 2021 | 8:25 pm

তথ্যপ্রযুক্তি ডেস্ক

কোথায় এবং কখন করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে পারবেন, কয়েক সপ্তাহের মধ্যেই সে তথ্য জানানো শুরু করবে সামাজিক যোগাযোগের জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক। খবর সিএনবিসি।

বিজ্ঞাপন

সিএনবিসি'র প্রতিবেদন বলছে, কোভিড-১৯ ইনফরমেশন সেন্টারে প্রবেশ করলে ব্যবহারকারীকে স্থানীয় স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। তিনি টিকা নেওয়ার যোগ্য কি না, ওয়েবসাইটে সেই তথ্য পাবেন ব্যবহারকারীরা। এই ফিচারটি আপাতত মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মুক্ত করছে ফেসবুক।

পাশাপাশি, বিশ্বজুড়ে স্বাস্থ্য সংস্থাগুলোকে ১২ কোটি ডলারের বিজ্ঞাপন ক্রেডিটও দেবে ফেসবুক। ওই ক্রেডিটের মাধ্যমে কোভিড-১৯ ভ্যাকসিন সংক্রান্ত প্রচারণা চালানো যাবে।

বিজ্ঞাপন

এছাড়াও, প্ল্যাটফর্ম থেকে কোভিড-১৯ বিষয়ে ভুয়া তথ্য সরানোর লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে কাজ করছে ফেসবুক। কোভিড-১৯ মানবসৃষ্ট, ভ্যাকসিন কার্যকরী নয় এবং ভ্যাকসিন অঙ্গহানির কারণ হতে পারে এমন দাবি সম্বলিত পোস্টগুলো সরিয়ে নেবে ফেসবুক।

এর আগে যে গ্রুপগুলো ফেসবুকের কোভিড-১৯ নীতিমালা অমান্য করেছে সেই গ্রুপগুলোতে সাময়িকভাবে অ্যাডমিনের অনুমোদনের মাধ্যমে পোস্ট বাধ্যতামূলক করা হবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ফেসবুকের মালিকানায় থাকা সামাজিক যোগাযগের অপর মাধ্যম ইনস্টাগ্রামে যারা ভ্যাকসিন নিতে নিরুৎসাহিত করছেন, তাদের অ্যাকাউন্ট খুঁজে পাওয়া কঠিন করে তুলবে ফেসবুক। যেসব ফেসবুক ও ইনস্টাগ্রাম গ্রুপ, পেজ এবং অ্যাকাউন্ট থেকে বারবার কোভিড-১৯ মহামারির ব্যাপারে ভুয়া দাবি তোলা হবে, সেই অ্যাকাউন্টগুলো পুরোপুরি সরিয়ে ফেলা হবে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০২০ সালের নভেম্বরেই ফেসবুক জানিয়েছিল, কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যাপারে ব্যবহারকারীদের প্রশাসনিক সরবরাহ করবে তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন