বিজ্ঞাপন

ক্যারিবিয়ানদের তিনশ’র আগেই থামাতে চান রাহি

February 11, 2021 | 8:39 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

সিরিজ হার ঠেকাতে হলে জয়ের বিকল্প নেই। এই লক্ষ্য নিয়ে ঢাকা টেস্ট খেলতে নেমে প্রথম দিনটা কি ভালো কাটল বাংলাদেশের? জোর গলায় ‘হ্যাঁ’ বলা যাচ্ছে না। কারণ প্রথম দিনে মাত্র ৫ উইকেট তুলে নিতে পেরেছে বাংলাদেশ। অবশ্য দিন শেষে পেসার আবু জায়েদ রাহি বললেন, ওয়েস্ট ইন্ডিজকে তিনশ’র আগেই গুটিয়ে দেওয়ার লক্ষ্য বাংলাদেশের।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের প্রথম দিনের খেলা শেষে বাংলাদেশি পেসার বলেন, ‘অবশ্যই আমাদের এই টেস্ট জেতা প্রয়োজন। আমার কাছে মনে হয় যে, আমাদের ২৭০ থেকে ৩০০ রানের মধ্যে (ওয়েস্ট ইন্ডিজকে) অলআউট করা উচিত।’

প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজও অবশ্য অনেক বেশি এগুতে পারেনি। দিন শেষে ক্যারিবিয়ানদের স্কোর ২২৩/৫। মিরপুরে অতীতে টেস্টের প্রথম দিনে এতো কম রান উঠেনি কখনোই। তবে প্রথম দিন প্রত্যাশা মাফিক রান তুলতে না পারলেও বড় সংগ্রহের পথেই কিন্তু আছেন সফরকারীরা। উইকেটে জমে গেছেন এনক্রুমা বোনার। শেষ বিকেলে দারুণ ব্যাটিং করতে দেখা গেল উইকেটরক্ষক জাশুয়া ডি সিলভাকেও।

তবে দিন শেষে রাহি বললেন, তিনি প্রথম দিনের পারফরম্যান্সে সন্তুষ্ট। দুই দলের অবস্থানকে ‘ফিফটি-ফিফটি’ বলেছেন ডানহাতি পেসার, ‘অবশ্যই আমি সন্তুষ্ট। আপনি যদি স্কোরকার্ড দেখেন, ৯০ ওভারে ২২৩ করেছে এই উইকেটে। আমার কাছে মনে হয় এখন ফিফটি ফিফটি, দুই টিমের জন্যই।’

বিজ্ঞাপন

আজ টেস্টের প্রথম দিনে রাহি-ই বাংলাদেশের সেরা পারফরমার। ৪৬ রানে দুই উইকেট তুলে নিয়েছেন ডানহাতি পেসার। মোস্তাফিজুর রহমানের বদলি হিসেবে ঢাকা টেস্ট খেলতে নেমেছেন রাহি। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে একেবারেই নির্বিষ ছিলেন মোস্তাফিজ। সেই কারণেই হয়তো একাদশে জায়গা হলো রাহির!

চট্টগ্রামের হারটা যে এখনো তাকে পোড়াচ্ছে সেটাও বুঝালেন, ‘সত্যি বলতে প্রথমে মনেই হয়নি আমরা হারব। হয়তবা ড্র হবে ম্যাচটা এরকম ভাবছিলাম। যখনই বলের অর্ধেক রান হয়ে গিয়েছিল, তখন মনে হয়েছিল হারব হারব। আনফরচুনেটলি হেরে গেছি ম্যাচটা। আসলে কল্পনার বাইরে, স্বপ্নের মত হয়েছে। সত্যি বলতে আমি রেডি ছিলাম না এই ম্যাচে এরকম একটা রেজাল্ট আসবে। মানে একটা স্বপ্নের মত। বড় একটা শক ছিল।’

কাল ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হবে যথারীতি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরএফ/এসএইচএস

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন