বিজ্ঞাপন

প্রেসক্লাবের সামনে ‘সংঘর্ষে’ বিএনপির ৪৪ নেতার বিরুদ্ধে মামলা

February 14, 2021 | 10:40 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ ৪৪ জন সিনিয়র নেতাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন অর রশীদ মামলা দায়েরের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল প্রেসক্লাবের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপির সিনিয়র ৪৪ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে রুহুল কবীর রিজভীসহ আরও সিনিয়র নেতাদের আসামি করা হয়েছে।’

পুলিশের হামলায় ১১৯ নেতাকর্মী আহত, গ্রেফতার ২১: বিএনপি

তবে মামলার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ, গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে পুলিশ বিনা উস্কানিতে হামলা চালিয়ে দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ ১১৯ নেতাকর্মীকে আহত করেছে।

সারাবাংলা/এসএইচ/এমও

Tags:

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন