বিজ্ঞাপন

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবসে বিএনপির কর্মসূচি

February 20, 2021 | 5:18 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

বিজ্ঞাপন

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা বিবৃতিতে এসব কমর্সূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির মধ্যে রয়েছে—২১ ফেব্রুয়ারি ভোর ৬টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন, সকাল ৬টায় কালো ব্যাজসহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতা-কর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষা শহিদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহিদ মিনার অভিমূখে যাত্রা ও শহিদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন এবং মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিকেল ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা।

এছাড়া জেলা/মহানগর/উপজেলা/থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহিদ মিনারে ভাষা শহিদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন