বিজ্ঞাপন

বিসিএসের আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

February 22, 2021 | 7:59 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস পরিস্থিতির কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে লক্ষ্য রেখে বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার তারিখের সঙ্গে সমন্বয় করে নতুন তারিখ ঘোষণার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভার্চুয়ালি আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

বর্তমানে চলমান বিসিএসের আবেদনের সময়সীমা বাড়ানোর প্রয়োজন হলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

দেশের সব বিশ্ববিদ্যালয় খুলছে ২৪ মে

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী আরও বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে সরকার গুরুত্ব দিচ্ছে। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় কারও বয়স শেষ হলে তাকে আবেদন করা থেকে বঞ্চিত করা হবে না। যোগ্যরা যেন আবেদন করা থেকে বঞ্চিত না হয় সে বিষয়টিও খেয়াল রাখা হবে।

এছাড়া বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সামঞ্জস্য রেখে বিসিএস পরীক্ষা ও আবেদনের সময় নির্ধারণ করা হবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এজন্য পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা করে সকল বিসিএসের আবেদন ও পরীক্ষার সময় বাড়ানো হতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এমআই

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন