February 22, 2021 | 10:45 pm
স্পেশাল করেসপন্ডেন্ট
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শঙ্খ নদীতে নেমে সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী এক ক্যাডেট নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের টিম তল্লাশি চালাচ্ছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনীর ওই ক্যাডেট উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকায় নদীতে নামেন বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ।
নিখোঁজ আসিফুল ইসলামের (১৯) বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জে। সীতাকুণ্ডে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে তিনি প্রশিক্ষণ নিচ্ছিলেন।
নগরীর আগ্রাবাদে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আনোয়ারার বারখাইনে এরশাদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে সামরিক বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্প চলছিল। সেখান থেকে জানানো হয়, তাদের একজন ক্যাডেট বিকেল ৫টা ২০ মিনিটে শঙ্খ নদীতে নেমে নিখোঁজ হয়েছেন।
ইউএনও শেখ জোবায়ের আহমেদ সারাবাংলাকে বলেন, সম্ভবত গোসল করতে নামার পর তিনি ঢেউয়ের মধ্যে তলিয়ে যান। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। আমরা ঘটনাস্থলে আছি।
সারাবাংলা/আরডি/এমআই