বিজ্ঞাপন

বিদ্যুতের সাবেক চিফ ইঞ্জিনিয়ারের ৭ বছর কারাদণ্ড

February 23, 2021 | 1:20 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় বিদ্যুৎ অফিসের সাবেক চিফ ইঞ্জিনিয়ার একেএম শফিকুল আহসানের ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত তার জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠান।

রায়ে দণ্ডিতের ৭ বছরের কারাদণ্ডের মধ্যে দুর্নীতি দমন আইনের ২৬(২) ধারায় ২ বছরের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাসের কারাভোগের আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে একই আইনের ২৭(১) ধারায় ৫ বছরের কারাদণ্ড এবং ৬৯ লাখ ২৬ হাজার ১৯২ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রায়ে আরও উল্লেখ করা হয়, অসদুপায়ে অর্জিত ৬৯ লাখ ২৬ হাজার ১৯২ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

বিজ্ঞাপন

জানা যায়, ২০১০ সালের ১ জুন আসামি শফিকুল আহসানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১ কোটি ৭০ লাখ ১২ হাজার ৬৮৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদকের সহকারী পরিচালক এসএমএম আখতার হামিদ ভুইয়া রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন।

২০১৫ সালের ১৫ অক্টোবর মামলাটি তদন্তের পর আদালতে একই কর্মকর্তা চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে আদালত এ মামলায় চার্জগঠনের মাধ্যমে বিচার শুরু করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এসএসএ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন