বিজ্ঞাপন

‘ভ্যাকসিন নিলেও বিদেশ যেতে করোনা নেগেটিভ সনদ লাগবে’

February 23, 2021 | 11:03 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিন দুই ডোজ নিলেও কেউ বিদেশ যেতে হলে করোনা নেগেটিভ সনদ লাগবে। একইসঙ্গে ডাবল ডোজ ভ্যাকসিন নেওয়ার সনদ লাগবে বিদেশ যেতে হলে।’

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

যারা করোনার ভ্যাকসিন নেবেন তাদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সনদ লাগবে কি না— এমন প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘অবশ্যই লাগবে। যেদেশে যাবে, তারা এটা দেখতে চাইবে, সে ডাবল ডোজ নিয়েছে কি না ও কতদিন আগে নিয়েছে।’

যারা করোনাভাইরাস প্রতিরোধে দুই ডোজ ভ্যাকসিন নেবেন তাদেরও করোনা পরীক্ষা করে সনদ নিতে হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

বিজ্ঞাপন

অন্য কোনো দেশ থেকে ভ্যাকসিন আনার বিষয়ে আলোচনা হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য মন্ত্রী বলেন, ‘আমরা তো আমাদের সঙ্গে যে-ই আলোচনা করতে চায় তাদের সঙ্গে আলোচনা করি। যারা আবেদন করেছে তার মধ্যে ভারত বায়োটেক আছে, এটি আগেও শুনেছেন। এছাড়া চাইনিজ একটি সরকারি কোম্পানিও আছে।’

তিনি বলেন, ‘যে ভ্যাকসিন তাপমাত্রার কারণে সংরক্ষণ করা কঠিন, সেগুলোর বিষয়ে সরকারের আগ্রহ কম। যেগুলো মাইনাস টোয়েন্টি, মাইনাস সেভেন্টি—সেগুলো আমাদের দেশে বর্তমানে রাখা এবং দেওয়াটা একটু কষ্টকর। সে কারণে আমাদের অ্যাস্ট্রাজেনেকার মতো ভ্যাকসিন অগ্রাধিকার দিতে হবে, যেগুলো আমরা দুই থেকে আট ডিগ্রিতে রাখতে পারি।’

রাশিয়ার থেকে ভ্যাকসিন আনা বিষয়ে জাহিদ মালেক বলেন, ‘তাদের সঙ্গে আমাদের কথা কিছু হয়েছে, তবে তা চিঠিপত্র পর্যায়ে।‘ রাশিয়ার সঙ্গে কথা হয়েছে কি না-এ প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘রাশিয়ার সঙ্গে কিছু কথা হয়েছে তবে চিঠিপত্র পর্যায়ে। এখনো কমপ্লিট লেভেলে এগিয়ে আসেনি তা।’

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে এ মাসে ৫০ লাখ ভ্যাকসিন পাঠানোর কথা থাকলেও ওরা পাঠিয়েছে ২০ লাখ। এর ফলে ৩০ লাখ ভ্যাকসিনের ঘাটতি আগামী মাসে পূরণ করে দেবে বলে জানিয়েছে সিরাম।’

তিনি আরও বলেন, ‘ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সিরামের ওপর চাপ দেওয়া হচ্ছে ভ্যাকসিন দেওয়ার জন্য। এ মাসে যা দিয়েছে, আগামী মাসে তারা আরও বাড়িয়ে দেবে। কতটা বাড়িয়ে দেবে, সেটা তারা আমাদের কনফার্ম করলে আমরা আপনাদের তা জানিয়ে দেব।’

প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আর শিক্ষার্থীদের ক্ষেত্রে ১৮ বছরের নিচে হলে ভ্যাকসিন দেওয়া হবে না। অন্যদের ক্ষেত্রে সরকারের নির্দেশনা অনুসরণ করে ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগের ৭০ লাখ ভ্যাকসিনের পাশাপাশি গতকাল রাতে আরও নতুন ২০ লাখ ভ্যাকসিন দেশে এসেছে। দেশে চলমান চল্লিশোর্ধ ব্যক্তিদের ভ্যাকসিন প্রদান কার্যক্রমের পাশাপাশি দেশের শিক্ষক, বিমানের পাইলট, জাহাজের ক্রুসহ আরও অন্যান্য ফ্রন্টলাইনারদের ভ্যাকসিন প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।’

বিজ্ঞাপন

সভায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার পরিকল্পনা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর-এর মহাপরিচালক সিদ্দিকা আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/এমআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন