বিজ্ঞাপন

কারাগারে মুশতাকের মৃত্যু ফ্যাসিবাদের পদধ্বনি: বাম জোট

February 26, 2021 | 10:43 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয় পরিষদ এক বিবৃতিতে ‘কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুকে ফ্যাসিবাদের পদধ্বনি’ বলে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে বলা হয়, মানুষের কণ্ঠরোধ করার ধিকৃত আইনে কারান্তরীণ লেখকের মৃত্যুতে ক্ষমতাসীনদের প্রতি মানুষের ঘৃণা ও প্রতিবাদের প্রকাশ সব শোককে অতিক্রম করেছে। লেখক মুশতাক আহমেদকে হত্যার দায় ক্ষমতাসীন স্বৈরাচারী সরকার কোনোভাবেই এড়াতে পারবে না।

গণমানুষের মতপ্রকাশের অধিকার, প্রতিবাদের ভাষা কেড়ে নিতে যে ফ্যাসিবাদী আইন বলবদ করা হয়েছে তার নিষ্ঠুর শিকার মুশতাক আহমেদ। মুশতাক আহমেদ মতপ্রকাশের অধিকারের জন্য শহীদের মৃত্যু আলিঙ্গন করেছেন, এভাবেই ইতিহাস লেখা হবে, বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

বাম গণতান্ত্রিক জোটের বিবৃতিতে আরও বলা হয়, এই মৃত্যু ফ্যাসিবাদের পদধ্বনি এবং বাংলাদেশের মানুষের সামনে প্রতিরোধ সংগ্রাম ভিন্ন আর কোনো পথ খোলা নেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচএইচ/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন