বিজ্ঞাপন

ভারতে ‘চিকিৎসক রত্ন’ খেতাব পেলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া

February 27, 2021 | 11:42 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: ভারতে চিকিৎসক রত্ন খেতাব পেয়েছেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক হোটেলে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাংলাদেশের চট্টগ্রাম ফিল হাসপাতালের প্রধান উদ্যোক্তা ও নির্বাহী জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়াকে এ খেতাব প্রদান করেন। ত্রিপুরা রাজ্যের টিভি চ্যানেল হেডলাইনস ত্রিপুরা এই খেতাব প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

এছাড়া আরও সম্মাননা পেয়েছেন কলকাতার বিশিষ্ট চিকিৎসক ডা. কুণাল সরকার, ডা. অরুণা তাঁতি, ডা. শুভজ্যোতি ভৌমিক, ভেলোরের চিকিৎসক দেবাশিস , দিল্লি ম্যাক্স হাসপাতালের চিকিৎসক ডা. কিশলয় দত্ত, হরিয়ানার চিকিৎসক ডা. জয়া দেববর্মণ, লন্ডনের চিকিৎসক ডা. ডি গোলাটি, বাংলাদেশের চিকিৎসক ড. তুষার মহম্মদ তালুকদার, আমেরিকার ভাইরাস বিশেষজ্ঞ ড. পর্ণালী ধর চৌধুরী, ত্রিপুরার বিশিষ্ট চিকিৎসক ডা. প্রদীপ ভৌমিক, ডা. তপন মজুমদার ও ডা. সংগীতা চক্রবর্তী, মিশনের মহারাজ স্বামী শুভাকারানানন্দ মহারাজ,  প্রখ্যাত ক্রিকেট কোচ সম্বরণ ব্যানার্জী, রাজা প্রদ্যোত কিশোর মাণিক্য।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলকাতার প্রখ্যাত শিল্পী লোপা মুদ্রা, শান্তনু রায় চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলকাতার সঞ্চালক তমালী ঘোষ। হেডলাইনস ত্রিপুরার সম্পাদক শ্রী প্রণব সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য ডা. বিদ্যুৎ বড়ুয়া ২০২০ সালে মার্চ -এপ্রিল মাসে করোনা ক্রান্তিকালের শুরুতে ১৫ দিনে বাংলাদেশের বেসরকারি উদ্যোগে প্রথম করোনা বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইই

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন