বিজ্ঞাপন

সস্ত্রীক করোনা ভ্যাকসিন নিলেন মির্জা ফখরুল

March 2, 2021 | 12:22 am

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগম এবং গাড়িচালক হেলাল উদ্দিনও তার সঙ্গেই এই ভ্যাকসিন নিয়েছেন।

বিজ্ঞাপন

সোমবার (১ মার্চ) সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে এই ভ্যাকসিন নেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির খান বলেন, বিএনপি মহাসচিব সস্ত্রীক করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়েছেন। তার গাড়িচালকও এই ভ্যাকসিন নিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে, শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য প্রায় একমাস সিঙ্গাপুরে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিকিৎসা শেষে গত ২৫ ফেব্রুয়ারি দেশে ফেরেন তিনি।

শুরুতে এই ভ্যাকসিন নিয়ে খুব একটা আগ্রহ না দেখালেও মির্জা ফখরুলের আগেই বিএনপির কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতা এই ভ্যাকসিন নিয়েছেন। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন এরই মধ্যে এই ভ্যাকসিন নিয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেড/টিআর

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন