বিজ্ঞাপন

মাহবুব তালুকদার ইসিতে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন: সিইসি

March 2, 2021 | 12:17 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন। তিনি সবসময় ইসিতে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। সকল কর্মকাণ্ডের সমালোচনা করছেন। এগুলো উনি ঠিক করছেন না। তবে আমরা কখনো বাধা দেইনি। কারণ সংবিধানের ১৩৯ অনুচ্ছেদ অনুযায়ী তার মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, গত চার বছর ধরে মাহবুব তালুকদার একই কাজ করছেন। তিনি সবসময় পকেট থেকে একটা কাগজ বের করে নির্বাচন কমিশনের সমালোচনামূলক বক্তব্য রাখছেন। পরদিন সেসব বক্তব্য কোন কোন পত্রিকায় আসছে, সেগুলোর কাটিং নিয়ে সবাইকে দেখিয়ে বেড়ান।

তিনি বলেন, কোনো কোনো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণের ক্ষেত্রে ৮৫ শতাংশ পর্যন্ত ভোট কাস্ট হয়েছে। কিন্তু উনি ওইগুলো চোখে দেখেন না। উনি খুঁজে খুঁজে বের করেন কোথায় কম ভোট কাস্ট হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন