বিজ্ঞাপন

নথি গায়েব: দ্রুত বিচার ট্রাইব্যুনালের পেশকারসহ ২ জন রিমান্ডে

March 2, 2021 | 5:29 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা মামলার নথি হারানোর অভিযোগে এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী (পেশকার) মো. সামছুদ্দিনসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ মার্চ) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ এ আদেশ দেন।

রিমান্ডে যাওয়া আরেক আসামি হলেন দ্রুত বিচার এক ট্রাইব্যুনালের পেশকারের সহযোগী সেলিম উদ্দিন। অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও প্রতারণার মাধ্যমে তারা মামলার নথি হারানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে।

এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার আবু সাঈদ চৌধুরীর আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। অন্যদিকে পেশকার সামছুদ্দিন ও তার সহযোগী সেলিম জামিন আবেদন করেন। দুই পক্ষের শুনানি নিয়ে বিচারক তাদের জামিনের আবেদন নাকচ করে রিমান্ডের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/টিআর

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন