বিজ্ঞাপন

যৌন হয়রানি: কর্ণাটকে বিজেপি মন্ত্রীর পদত্যাগ

March 3, 2021 | 9:18 pm

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কর্ণাটক রাজ্যে চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ার ভিডিও ফাঁস হওয়ার পর পদত্যাগ করেছেন রাজ্যের পানি সম্পদ মন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মন্ত্রী রমেশ জারকিহোলি। খবর পিটিআই।

বিজ্ঞাপন

বুধবার (৩ মার্চ) নিজেকে নির্দোষ দাবি করে নৈতিকতার জায়গা থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন ওই মন্ত্রী।

স্থানীয় টেলিভিশন চ্যানেলে যৌন হয়রানির ওই ভিডিও প্রচারিত হয়। ভিডিওতে দেখা যায়, কর্ণাটকের মন্ত্রী রমেশ জারকিহোলি অজ্ঞাত এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল কান্নাড়া চাকরির বিনিময়ে যৌন হয়রানি শিরোনামে ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করার পর সমালোচনার মুখে পড়েন মন্ত্রী রমেশ।

পদত্যাগের পর রমেশ জানান, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য নয়। এ ব্যাপারে স্বচ্ছ তদন্ত দরকার। তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হবেন, এ ব্যাপারে তার পূর্ণ আত্মবিশ্বাস রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিএস যাদুরাপ্পার কাছে লেখা পদত্যাগপত্রে রমেশ বলেন, তিনি নৈতিকতার জায়গা থেকে পদত্যাগ করছি। পদত্যাগপত্র গ্রহণের জন্য তাকে অনুরোধ জানিয়েছেন রমেশ।

সারাবাংলা/একেএম

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন