বিজ্ঞাপন

চিরকুট লিখে আত্মহননে চবি ছাত্র

March 6, 2021 | 3:44 pm

চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার নিজ বাড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্র আত্মহত্যা করেছে। তিনি একটি সুইসাইড নোটও লিখে গেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৫ মার্চ) রাত আড়াইটার দিকে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে সারাবাংলাকে নিশ্চিত করেছেন তার ছোট ভাই মেহেদী হাসান শাওন।

তিনি নাইমুর হাসান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ।

সুইসাইড নোটে লিখেছেন, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার বেঁচে থাকার জন্য কোনো ইচ্ছা নেই। তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। ডারউইন বলেছিলেন Survival of the fittest. But I not even fit. আমার জন্য কেহ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে মাপ করে দিয়েন। আম্মু আমাকে মাফ করে দিয়েন। লিমনের খেয়াল রাখিয়েন। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন। আমি পারিনি তাই ক্ষমাপ্রার্থী।

বিজ্ঞাপন

তার ছোট ভাই মেহেদী হাসান বলেন, ‘ভাইয়ার কারো সঙ্গে কোনো সমস্যা ছিল না। গতকাল রাত আড়াইটার দিকে আমার রুমে এসেছে। তারপর ভাইয়া সুসাইড করছে। কী কারণে সুইসাইড করছে জানি না।’

রামগড় থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মনিরুল হাসান বলেন, ‘গতকাল রাতে সে আত্মহত্যা করেছে। সে একটি সুইসাইড নোটও লিখে গেছে। এই বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।’

চবির রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক ড. শাহানারা বেগম বলেন, ‘নাইমুর রহমানের আত্মহত্যা করছে। তার বন্ধুরা নাইমুরের বাড়িতে যাচ্ছে। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করব।’

বিজ্ঞাপন

সারাবাংলা/সিসি/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন