বিজ্ঞাপন

কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে প্রতিবন্ধীর মৃত্যু

March 7, 2021 | 12:49 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাঙামাটি: কাপ্তাইয়ে বুনো হাতির আক্রমণে অজ্ঞাত পরিচয়ের এক মানসিক প্রতিবন্ধীর (৪৫) মৃত্যু হয়েছে। রোববার (৭ মার্চ) ভোরে উপজেলার বন উন্নয়ন প্রশিক্ষণ ছাত্রাবাসের সামনে নৌ বাহিনী সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পার্বত্য চটগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন তালুকদার জানান, বহুদিন যাবৎ এলাকার একজন মানসিক প্রতিবন্ধী জঙ্গলে এবং এলাকার আশপাশে ঘোরাঘুরি করতো। রোববার ভোর ছয়টায় বন প্রহরীরা ডিউটি করার সময় দেখেন ওই ব্যক্তিকে বুনো হাতি আক্রমণ করে হাত-পা বিচ্ছিন্ন করে সড়কের পাশে ফেলে রেখেছে। পরে তারা প্রশাসনকে খবর দেন।

জেলা সহকারী পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) রওশন আরা রব জানান, হাতির উৎপাত ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বুনো হাতির দল ক্যাম্পের ভেতর ও আশপাশের এলাকায় ঢুকে ক্ষয়ক্ষতি করছে। এতে করে সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। এ ব্যাপারে কাপ্তাই থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে গেল বছর একই এলাকায় স্থানীয় এক মানসিক প্রতিবন্ধী হাতির আক্রমণে নিহত হন। এ নিয়ে কাপ্তাইয়ে গত ২ বছরে বুনো হাতির আক্রমণে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন