বিজ্ঞাপন

‘পদ্মাবতী’ চালু করল পদ্মা ব্যাংক

March 7, 2021 | 9:32 pm

সারাবাংলা ডেস্ক

ঢাকা: দেশের যেকোন বুথ থেকে বিনা খরচে টাকা উত্তোলনের সুবিধা নিয়ে পদ্মা ব্যাংক নারীদের জন্য বিশেষায়িত ডিপোজিট ‘পদ্মাবতী’ চালু করেছে। প্রতিদিন মুনাফা দেওয়ার বিশেষ সুবিধাসহ নতুন এই ডিপোজিটে নারী গ্রাহকরা সহজেই সব ধরনের আর্থিক সুবিধা পাবেন। পাশাপাশি মিলবে বাড়তি কিছু সুযোগও।

বিজ্ঞাপন

দেশজুড়ে ছড়িয়ে থাকা পদ্মা ব্যাংকের ৫৮টি শাখার মাধ্যমে ‘পদ্মাবতী’ সেবা দেওয়া হবে।

নারী উদ্যোক্তা, বেতনভুক্ত নারী, গৃহবধূ, পেশাজীবী ও শিক্ষার্থী সবধরনের নারীরা পদ্মাবতীর আওতায় নানান সেবা নিতে পারবেন। পদ্মাবতী গ্রাহকরা ফ্রি জীবনবীমা, ডেবিট কার্ড ও চেকবই সুবিধা পাবেন।

এছাড়া সহজ শর্তে ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন, পবেন ডিপিএসএর বিপরীতে লোন সুবিধা। আরও থাকছে লকার সুবিধায় ৫০ শতাংশ ও স্টুডেন্ট ফাইলে বিশেষ ছাড় আর প্রতিদিনের মুনাফা তো প্রতিদিন- এমন সুবিধা দেশে প্রথমবার দিচ্ছে পদ্মা ব্যাংক।

বিজ্ঞাপন

রোববার (৭ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে নারীদের বিশেষায়িত ডিপোজিট প্রোডাক্ট পদ্মাবতীর উদ্বোধন করা হয়।

নারী দিবসকে সামনে রেখে বিশেষায়িত এই প্রোডাক্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু, বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খানসহ অন্যরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন