বিজ্ঞাপন

ঝন্টু বলছেন ‘কোটি টাকার মামলা’, আইনজীবী বললেন ‘হয় নাই’

March 10, 2021 | 7:17 pm

আহমেদ জামান শিমুল

বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু দাবি করেছেন, তিনি চিত্রনায়িকা দীঘির বিরুদ্ধে এক কোটি টাকার মানহানি মামলা করেছেন। কিন্তু তার আইনজীবী বলছেন, এখনো কোনো মামলা হয়নি।

বিজ্ঞাপন

১২ মার্চ মুক্তি পেতে যাচ্ছে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবি ‘তুমি আছ তুমি নেই’। ছবিটির ট্রেলার প্রকাশের পর দর্শক মহলে ব্যাপক সমালোচনা হয়। তখন এক সাক্ষাৎকারে ছবিটির নায়িকা দীঘি দর্শকদের মনে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চান এবং বলেন, ‘যেহেতু দর্শকরা ট্রেলার পছন্দ করেনি, তাই আমার মনে হয় না ছবিটি চলবে।’

দীঘির এমন বক্তব্যে ক্ষুব্ধ হন ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। তিনি দীঘির বিরুদ্ধে মামলার হুমকি দেন। বুধবার (১০ মার্চ) তিনি সারাবাংলাকে বলেন, আজ সকালে আমি জজ কোর্টে গিয়ে মামলা করেছি। কার কোর্টে এবং আইনজীবীর নাম কী, সেটি আমার ছবির প্রযোজক সিমি ইসলাম কলি বলতে পারবেন। তবে আমি এক কোটি টাকার মানমানির মামলা করেছি।

মামলা করার কারণ হিসেবে ঝন্টু বলেন, ‘আমার যে প্রোফাইল, আমার সিনেমার যে সংখ্যা ও সফলতা, তার সঙ্গে এই উপমহাদেশের আর কারও তুলনা হয় না। দীঘি ও তার পরিবার আমার যে মানহানি করেছে, সেটির মূল্য ১০ কোটিরও বেশি। যদিও আমি এক কোটি টাকার মামলা করেছি।’

বিজ্ঞাপন

ঝন্টু আইনজীবীর নাম না বলতে পারলেও সারাবাংলার অনুসন্ধানে জানা গেছে, আইনজীবীর নাম মোহাম্মাদ ফোরকান মিঞা। সেই আইনজীবী সারাবাংলাকে বলছেন, দীঘির বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

তিনি সারাবাংলাকে বলেন, ‘সিমি আপার সঙ্গে সকালে ঝন্টু সাহেব আমার চেম্বারে এসেছিলেন। কিন্তু যে মামলার কথা আপনারা বলছেন, এ ধরনের কোনো মামলাই হয়নি। মামলা করতে হলে তো কাগজপত্রে সই করতে হয়। কিন্তু তিনি আমার সঙ্গে আলাপ করেই চলে গিয়েছেন। কোন কাগজপত্রে সই করেননি।’

সিমি ইসলাম কলি কিংবা দেলোয়ার জাহান ঝন্টু কেন এসেছিলেন— জানতে চাইলে ফোরকান মিঞা বলেন, ‘এ ব্যাপারে এখন কিছু বলা যাবে না।’

বিজ্ঞাপন

তবে মোহাম্মাদ ফোরকান মিঞার চেম্বারের সিমি ইসলাম কলির সঙ্গে কথা হয় সারাবাংলার আদালত প্রতিবেদকের। সিমি সারাবাংলাকে বলেন, ‘আমি একটি মামলার ব্যাপারে কথা বলতে এসেছিলাম। মামলাটির প্রস্তুতি চলছে, খুব শিগগিরই মামলাটি হবে।’

তবে কোন বিষয়ে বা কার বিরুদ্ধে মামলা— এ ব্যাপারে কোনো তথ্য জানাতে রাজি হননি সিমি।

দীঘি শিশুশিল্পী হিসেবে ৩০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি তিন বার ‘শ্রেষ্ঠ শিশুশিল্পী’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। নায়িকা হিসেবে ‘তুমি আছো তুমি নেই’ ছবির মাধ্যমে তার অভিষেক হচ্ছে। এছাড়া তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’, ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবিগুলোতে অভিনয় করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস/এআই

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন