বিজ্ঞাপন

‘বঙ্গবন্ধু না থাকলে পাকিস্তানের গোলামি করেই জীবন কাটাতে হতো’

March 11, 2021 | 6:43 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লে‌ছেন, ‘বঙ্গবন্ধু না থাকলে আমরা স্বাধীন দেশ পেতাম না, এখনও হয়তো আমাদের পাকিস্তানের গোলামি করেই জীবন কাটাতে হতো। বলার অপেক্ষা রাখে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিসংবাদিত নেতা। যাঁর সঙ্গে বাঙালির রয়েছে আত্মার সংযোগ, যাঁর কাছে বাঙালি খুঁজে পেয়েছে আত্মপরিচয়ের ঠিকানা।

বিজ্ঞাপন

বৃহস্প‌তিবার (১১ মার্চ) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা প‌রিষদ মিলনায়তনে উপ‌জেলা প্রশাস‌নের স‌র্বোচ্চ নী‌তি‌নির্ধারণী ফোরাম উপ‌জেলা সমন্বয় ক‌মি‌টির মা‌সিক সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনই এক উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি নেতা তো ছিলেনই তার চাইতেও বেশি ছিলেন কোটি মানুষের মনের কাছাকাছি এক প্রাণের মানুষ, আপন মানুষ। সেই মহান বিশাল মানুষের জন্ম শতবার্ষিকী উদযাপন নিয়ে মানুষের প্রত্যাশাও কম নয়। পৃথিবীর বিভিন্ন দেশেই নানা ভাবে তাদের জাতির মহান নেতার জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এই উদযাপনের অন্যতম লক্ষ্য থাকে কৃতি মানুষটির জীবনাদর্শ জনমানে ছড়িয়ে দেওয়া। নতুন প্রজন্মকে তার গুণে গুণান্বিত হতে উদ্বুদ্ধ করা। তেম‌নি ভা‌বে বাংলা‌দে‌শের সকল মানু‌ষের উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বা‌র্ষিকী পালন করা’, বলেন গোলাম দস্তগীর গাজী।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে চূড়ান্ত সুপারিশ পেয়েছে বাংলাদেশ জানিয়ে মন্ত্রী বলেন, ‘জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির ত্রিবার্ষিক সভায় উন্নয়নশীল দেশে তালিকাভূক্ত করতে চূড়ান্ত সুপারিশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ এমন একটি সময়ে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ পেয়ে‌ছে, যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে জাতি। উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ- এটা প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃ‌ত্বের কার‌ণেই সম্ভব হ‌য়ে‌ছে।’

বিজ্ঞাপন

মন্ত্রী আরও ব‌লেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নব পর্যায়ের বাংলাদেশের ইতিহাসের নির্মাতা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার নেতৃত্বে এভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ।’

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘মু‌জিব বর্ষে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে দেশ এগিয়ে যা‌চ্ছে। মু‌জিব বর্ষে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হ‌য়ে‌ছে। সব উন্নয়নমূলক কাজ এগিয়ে যা‌চ্ছে। তবে দেশবিরোধী চক্র এখনও নানা ষড়যন্ত্র করছে। তারা দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়। এজন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।’

রূপগঞ্জ উপজেলা প‌রিষ‌দের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে সভায় আরেও উপস্থিত ছিলেন- রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহা‌ন, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান আরা খাতুনসহ অনে‌কে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন