বিজ্ঞাপন

জ্বালানি এবং বিদ্যুৎ মহাপরিকল্পনা প্রকল্পে জাইকার সঙ্গে চুক্তি

March 14, 2021 | 8:14 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জ্বালানি নিরাপত্তা ও টেকসই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি স্বল্প কার্বন জ্বালানি ব্যবস্থা সমন্বয় করার লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে জাইকা।

বিজ্ঞাপন

রোববার (১৪ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত আয়োজনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষে অতিরিক্ত সচিব এ কে এম ফজলুল হক ও জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইহো হায়াকাওয়া চুক্তিতে স্বাক্ষর করেন।

সমন্বিত জ্বালানি এবং বিদ্যুৎ মহাপরিকল্পনা প্রণয়নে কারিগরি সহযোগিতা শীর্ষক রেকর্ড অব ডিসকাশন স্বাক্ষরে বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য স্বল্প কার্বন সমাজের দিকে ‘সমন্বিত জ্বালানি এবং বিদ্যুৎ মহাপরিকল্পনা’ নীতি, প্রতিষ্ঠান এবং প্রযুক্তি প্রবর্তন করবে। সমন্বিত মহাপরিকল্পনাটি বিভিন্ন জ্বালানি ভারসাম্য এবং জ্বালানি সরবরাহ মিশ্রণের পরিস্থিতির সমন্বয়ে গঠন করা হবে এবং ২০৩০, ২০৪১ ও ২০৫০ সালের জন্য দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

এসময় বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব ড. শাহ মো. হেলাল উদ্দিন ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব শাহরিয়ার কাদের উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন