বিজ্ঞাপন

এমপিও নীতিমালার খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে

March 16, 2021 | 3:31 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন পেয়েছে সংশোধিত এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর খসড়া। এখন শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই এটি নীতিমালা হিসেবে জারি করা হবে। শিক্ষামন্ত্রীর অনুমোদনের জন্য খসড়াটি ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়ে খসড়াটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এখানে শিক্ষামন্ত্রী চাইলে কিছু পরিবর্তন-পরিমার্জন করতে পারবেন। তিনি অনুমতি দিলে শিগগিরই এটি নীতিমালা হিসেবে প্রকাশ হবে। জনবল কাঠামো ও এমপিও নীতিমালার সংশোধিত নীতিমালাটি ৬৫ পৃষ্ঠায় লেখা হয়েছে। নীতিমালার খসড়ায় কিছু নতুন পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে।

নতুন এমপিওভুক্তির লক্ষ্যে ২০১৮ সালের ১২ জুন ‘জনবল কাঠামো ও এমপিওভুক্তির নীতিমালা’ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এ নীতিমালার ভিত্তিতেই এখন থেকে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানায়, চলতি অর্থবছরে এমপিওভুক্তির সম্ভাবনা কম হলেও নতুন নীতিমালা জারির পর শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন গ্রহণ শুরু করা হতে পারে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিএস/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন