বিজ্ঞাপন

এনসিএল উপলক্ষে ভ্যাকসিন নিচ্ছেন ক্রিকেটাররা

March 17, 2021 | 9:07 am

স্পেশাল করেসপন্ডেন্ট

জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) সামনে রেখে করোনার ভ্যাকসিন নিতে শুরু করেছেন ক্রিকেটাররা। টুর্নামেন্টে অংশগ্রহণকারী আট দলের ক্রিকেটাররা স্ব স্ব জেলায় ভ্যাকসিন গ্রহণ করছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল ক্রিকেটাররা ভ্যাকসিন নেওয়ার পরই শুরু হবে ঘরোয়া ক্রিকেট। সেই মোতাবেক ২২ মার্চ থেকে শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) উপলক্ষে গতকাল মঙ্গলবার হতেই করোনার ভ্যাকসিন নিতে শুরু করেছেন দেশের ক্রিকেটাররা।

বিসিবি’র টুর্নামেন্ট কমিটির ম্যানেজার আরিফুল ইসলাম এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ (গতকাল) থেকেই ক্রিকেটাররা টিকা নিচ্ছে। ইতোমধ্যে অনেকে নিয়েছে। নিজেদের সুবিধামতো জায়গায় থেকেই নিবন্ধন করে ভ্যাকসিন নিতে পারছে সবাই। নিবন্ধন করে কাগজ নিয়ে গেলেই ভ্যাকসিন পাচ্ছে, এজন্য অপেক্ষা করতে হচ্ছে না। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এনসিএল শুরু হবে।’

বিজ্ঞাপন

করোনার এক বছরের বিরতির পর ২২ মার্চ শুরু হবে এনসিএল। সাত বিভাগের সঙ্গে ঢাকা মেট্রোসহ আটটি দল দুই স্তরে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে।

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন