বিজ্ঞাপন

করোনা ইউনিটে আগুনের ঘটনায় ঢামেকের তদন্ত কমিটি

March 17, 2021 | 1:04 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আগুনের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢামেক কর্তৃপক্ষ। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালে অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান অধ্যাপক মোজাফফর হোসেনকে প্রধান করে কমিটি করা হয়েছে এবং সাত দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এদিকে হাসপাতালে আগুন নেভানোর সময় উপস্থিত ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফয়সালুর রহমান জানান, আইসিউতে আগুন ছড়িয়ে পড়েছিল। পরে আমরা আগুন নিভিয়ে ফেলি। সেখানে থাকা দুইজন রোগিকে উদ্ধার করি। আইসিইউর ভেতরে থাকা ১২ ও ১৩ নম্বর বেডের মেশিনগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে মেশিন পুড়ে গিয়েছে। আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে জানা যাবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন