বিজ্ঞাপন

১০৯টি অ্যাম্বুলেন্স দেবে ভারত

March 17, 2021 | 3:49 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: স্বাধীনতার ৫০ বছর পূর্তি এবং বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ১০৯টি অ্যাম্বুলেন্স দেবে ভারত। আসন্ন ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে এই অনুদান হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (১৭ মার্চ) এক বার্তায় এই তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়ে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে মঙ্গলবার (১৬ মার্চ) ভারতের হাইকমিশানর বিক্রম দোরাইস্বামী দেখা করেন। তখন ভারতের দূত পররাষ্ট্রমন্ত্রীকে এই তথ্য জানান।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৬ থেকে ২৭ মার্চ বাংলাদেশ সফর করবেন। তিনি মূলত মুজিববর্ষ উদযাপন, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্কের যৌথ উদযাপন উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে এই সফর করছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিভিন্ন দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা সফরসঙ্গী হিসেবে যোগ দেবেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআইএল/এএম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন