বিজ্ঞাপন

সংসদে কাঁদানে গ্যাস মেরে আইন পাশে বিরোধিতা

March 22, 2018 | 3:33 pm

।।সারাবাংলা ডেস্ক।।

বিজ্ঞাপন

সংসদে সরকারি দল বিরোধীদলের দরকষাকষিতে উত্তপ্ত বাক্যবিনিময়, চুল টানা-টানি, জুতা ছোড়াছুড়ির মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে যাওয়ার নজির আছে বহু। তবে বুধবার কসোভোর সংসদে ঘটা ঘটনা ছাড়িয়ে গেলো সব খারাপ ঘটনার সীমা!

বুধবার কসোভোর রাজধানী প্রস্টিনায় সংসদে ঘটে আজ আজব ঘটনা। সংসদে প্রতিবেশী মন্টিগ্রোর সঙ্গে সীমা নির্ধারণের চুক্তির সময় বিরোধীদলের সাংসদরা সংসদের ভেতরেই কাঁদানে গ্যাস ছুঁড়ে মারেন।

সেখানে থাকা একজন সাংবাদিক ভিনসেন্ট টেরিস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও প্রকাশ করে। এরপর দ্রুতই তা ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

স্পীকার কাদরি ভেসেলির প্রধান কর্মকর্তা আভনি বাইটাইস জানান, বিরোধী দল লেভিজা ভেটেভেন্ডোসজ এ ঘটনা ঘটিয়েছে। এর আগেও তারা ভোট বন্ধ করার জন্য এ কৌশল ব্যবহার করে।

সংবাদ মাধ্যম সিএনএন স্পীকারের বরাত দিয়ে জানান, ছোট রাজনীতি দলটির বিরোধিতা স্বত্ত্বেও সীমানা নির্ধারণের সিদ্ধান্ত আজকে নেওয়া হবে।

এ সীমানা নির্ধারণ চুক্তির মাধ্যমে কসোভোর নাগরিকরা ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোতে ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ পাবে। কসোভো ২০১৫ সালেই মন্টিগ্রোর সঙ্গে এই চুক্তি সই করে।

বিজ্ঞাপন

এদিকে বিরোধিতা করা বিরোধী দলটির দাবি এ চুক্তি বাস্তবায়ন হলে কসোভোর ৩০ স্কয়ার মাইল এলাকা মন্টিগ্রোর হয়ে যাবে। এটা দেশের সার্বভৌমত্বে প্রভাব ফেলবে।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন