বিজ্ঞাপন

প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

March 20, 2021 | 3:35 am

স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে কিছুক্ষণ পরই ডানেডিনে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। কিউই অধিনায়ক টম লাথাম টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড দলে আগে থেকেই নেই কেন উইলিয়ামসন ও রস টেলর। অভিজ্ঞ এ দুই ক্রিকেটারকে ছাড়া ২০১৪ সালের অক্টোবরে সর্বশেষ ওয়ানডে খেলেছে নিউজিল্যান্ড।

তিন অভিষিক্ত ড্যারিল মিচেল, ডেভন কনওয়ে ও উইল ইয়ংকে নিয়ে মাঠে নামছে টম লাথামের দল। প্রায় এক বছর পর ওয়ানডে খেলবে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ডে কিউইদের বিপক্ষে এর আগে কখনোই জিতেনি বাংলাদেশ। ২৬ ম্যাচ খেলে হারতে হয়েছে প্রতিটিতেই। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছিলেন, এবার সেই বন্ধ্যাত্ব ঘোচাতে বদ্ধ পরিকর বাংলাদেশ। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দেশে জিততে হলে ভালো পেস আক্রমণ দরকার- ক্রিকেটে এই কথার বেশ প্রচলন আছে। বাংলাদেশ এবার একঝাঁক তরুণ পেস বোলার নিয়ে গেছে নিউজিল্যান্ডে। তামিমকে আত্মবিশ্বাসী করছে সেটাই।

বিজ্ঞাপন

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, টম লাথাম (অধি, উইকেটরক্ষক), উইল ইয়ং, জেমস নিশাম, ড্র্যায়েল মিচেল, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন