বিজ্ঞাপন

আমি যা করেছি লিগ্যালি করেছি: নাসির

March 21, 2021 | 4:10 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

আইনের ঊর্ধ্বে গিয়ে কিংবা আইন ভেঙে নয় বরং দেশের প্রচলিত আইন মেনেই তামিমা তাম্মিকে বিয়ে করেছেন নাসির হোসেন। তিনি এও স্পষ্টতই বলেছেন, ‘আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে করব।’

বিজ্ঞাপন

এই একটি ঘটনায় সম্প্রতি আবার সংবাদ মাধ্যমের শিরোনাম হন জাতীয় দলের কক্ষচ্যুত এই ক্রিকেটার। শুধু তাই নয়, দেশের তাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমেও নাসির-তামিমা দম্পতিকে নিয়ে মুখোরোচক আলোচনার পাশাপাশি অনেকে তাদের মুন্ডুপাতও করেন। এর আগে সুবাহ নামক এক রমনীর সঙ্গে মুঠোফোনে অশ্লীল কথোপকথন ফাঁস হলে তোপের মুখে পড়েন নাসির। তাতে অবশ্য তার কিছুই এসে যায়নি। এবারও তার কিছুই এসে যাচ্ছে না। মাঠের ক্রিকেটেও এর বিন্দুমাত্র প্রভাব পড়বে না বলেও বিশ্বাস তার। কাল থেকে যে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) শুরু হচ্ছে সেখানে এই ঘটনার কোনো আঁচ লাগবে না বলেও আত্মবিশ্বাসী এই ব্যাটিং অলরাউন্ডার।

নাসিরের ভাষ্যমতে আইনি সব প্রক্রিয়া মেনেই তিনি তামিমাকে বিয়ে করেছেন, এবং খুব শিগগিরই এবিষয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন।

বিজ্ঞাপন

রোববার (২১ মার্চ) মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে জাতীয় ক্রিকেট লিগের প্রস্তুতিকালে একথা জানান তিনি।

নাসির বলেন, ‘এটা ক্রিকেট মাঠ। এখানে খেলতে আসলে আমার মাথায় বাইরের চিন্তা থাকে না। কোনো খেলোয়াড়েরই থাকে না। বাইরে যাই হোক না কেন, ব্যাটিং বোলিং করার সময় এসব চিন্তা থাকে না। আমি যা-ই করেছি লিগ্যালি করেছি। হয়তো সংবাদ সম্মেলন ডেকে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। এটুকুই শুধু বলি- আমরা এতটা গাধা না যে ডিভোর্স না দিয়ে বিয়ে করব। আর কী বলবো আমি… দেখুন, আমরা সব কাগজপত্র সেভাবে দেখাইনি। ২-৩ জন ইউটিউবার এসব নিয়ে খবর প্রচার করছে আর মানুষজন এতটাই অশিক্ষিত, একতরফাভাবে এসব শুনে মাতামাতি করছে।’

গেল ১৪ ফেব্রুয়ারি রাজধানীর এক রোস্তোঁরায় বেশ জাঁকজমকতা করেই কেবিন ক্রু তামিমা তাম্মিকে বিয়ে করেন নাসির। কিন্তু তামিমার সাবেক স্বামী রকিব হাসানের দাবী, তাকে ডিভোর্স না দিয়েই ক্রিকেটার নাসিরকে বিয়ে করেছেন তামিমা, যা আইনত দণ্ডনীয় অপরাধ। বিষয়টি নিয়ে রাকিব যেন আর কোনো কথা না বলেন সেজন্য নাসির ও তামিমা নাকি তাকে হুমকি ধমকিও দিয়েছেন!

বিজ্ঞাপন

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: , , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
চবি ছাত্রকে মারধরের পর হলের ছাদ থেকে ফেলা চেষ্টার অভিযোগহিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদফতরের ৪ নির্দেশনাঢাকার পয়ঃবর্জ্য-গ্যাস লাইন পরীক্ষায় কমিটি গঠনের নির্দেশরানা প্লাজা ধস: ভুক্তভোগীদের পুনর্বাসন ও মামলা নিষ্পত্তির দাবিগরমে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনা সৃষ্টির প্রতিশ্রুতি ডিএমপিরকল্পনা চাকমা অপহরণ মামলা ২৮ বছর পর খারিজব্যাংক একীভূতকরণের নামে ঋণ খেলাপিদের দায়মুক্তি দেওয়া হচ্ছেন্যাপ বাস্তবায়নের জন্য চাই রাজনৈতিক সদিচ্ছা ও আইনি ভিত্তিকাদেরকে নিয়ে মন্তব্য, যাত্রী কল্যাণের মহাসচিবের বিরুদ্ধে জিডিজাহাজেই ফিরবেন ২৩ নাবিক, চলছে কয়লা খালাস সব খবর...
বিজ্ঞাপন