বিজ্ঞাপন

রাতে দেশে ফিরছেন ‘বিস্ফোরক’ সাকিব

March 22, 2021 | 1:56 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

যুক্তরাষ্ট্র থেকে শব্দ বোমায় দেশের ক্রিকেটাঙ্গনে বিস্ফোরণ ঘটিয়ে নিজভূমে ফিরছেন ‘টক অব দ্য কান্ট্রি’ সাকিব আল হাসান। সোমবার (২২ মারর্চ) দিবাগত রাত ২টায় কাতার এয়ারলাইন্স যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে নন্দিত এই টাইগার অলরাউন্ডারের।

বিজ্ঞাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান সারাবাংলাকে এখবর নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, ‘আজ রাত ২টায় কাতার এয়ারলাইন্সে সাকিব দেশে ফিরবে। পরিবারের আর কেউ তার সঙ্গে আসছে না। সে একাই আসছে।’

দেশের একটি অনলাইন পোর্টালে গত পরশু রাতে লাইভে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকদের দায়িত্ব জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে এই মুহূর্তে দেশের সকল আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ রাতে দেশে ফিরে আগামিকালই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে উদ্ভুত পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন সাকিব।

পড়ুন: সাকিবের আইপিএল সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিসিবি

সাকিবে স্তম্ভিত দুর্জয়, পাচ্ছেন রহস্যের গন্ধ

বিজ্ঞাপন

‘আমার ধারণা আকরাম ভাই লেটারটা পড়েনওনি’

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার চলমান সিরিজটি বাংলাদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করছে জিটিভি এবং দেশের বহুল পরিচিত অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোল। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ র‍্যাবিটহোলের ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে ইউটিউবেও। র‍্যাবিটহোলের ওয়েবসাইট www.rabbitholebd.com এবং ইউটিউব চ্যানেলেও প্রত্যেকটি ম্যাচ দেখা যাচ্ছে বিনামূল্যেই।

সারাবাংলা/এমআরএফ/এসএস

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন