বিজ্ঞাপন

মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন

March 22, 2021 | 2:06 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে ভবনের সাত তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস থেকে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পাঁচটি ও পরে দুইটি ইউনিট গিয়ে আগুন নেভাতে শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে না এলে আরও ছয়টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। ফলে মোট ১৩টি ইউনিট এখন আগুন নেভাতে কাজ করছে।

আদমজী কোর্ট মূলত বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রধান কার্যালয়। এর সপ্তম তলায় ডে-কেয়ার সেন্টার, গবেষণা বিভাগ ও কনফারেন্স রুম রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন