বিজ্ঞাপন

ব্যাংক চালু থাকলে পুঁজিবাজারেও লেনদেন চলবে

March 22, 2021 | 8:35 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিসহ যেকোনো সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে পুঁজিবাজারে লেনদেন অব্যাাহত থাকবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিজ্ঞাপন

সোমবার (২২ মার্চ) বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

বিএসইসি’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ মহামারিসহ যেকোনো সময় ব্যাংকিং কার্যক্রম চালু থাকলে বিনিয়োগকারীদের স্বার্থে পুঁজিবাজারে সব লেনদেন অব্যাহতভাবে চালু থাকবে। এ ব্যাপারে বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্যও বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।

সাম্প্রতিক সময়ে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় পুঁজিবাজারে লেনদেন বন্ধ হয়ে যাচ্ছে— এমন গুজব ছড়িয়ে পড়ে। এসব গুজবের কারণে গত কয়েকদিন পুঁজিবাজারে অস্বাভাবিক দরপতন হয়। এ অবস্থায় সোমবার বিএসইসি থেকে জানানো হয়, ব্যাংক লেনদেন যতদিন চালু থাকবে, ততদিন পুঁজিবাজারে লেনদেনও চালু থাকবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/টিআর

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন