বিজ্ঞাপন

মন্ত্রী-এমপিদের ইন্ধনে বাজার অস্থিতিশীল, অভিযোগ শাহাদাতের

March 22, 2021 | 8:41 pm

স্পেশাল করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: সরকারের মন্ত্রী-এমপিদের ইন্ধনে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন।

বিজ্ঞাপন

সোমবার (২২ মার্চ) বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমাবেশে শাহাদাত এ অভিযোগ করেন।

সভাপতির বক্তব্যে শাহাদাত বলেন, ‘একদিকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, আরেকদিকে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ছে। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। সরকারের উদাসীনতার কারণে মুনাফালোভী ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে পড়েছে। সরকারের মন্ত্রী-এমপিরা তাদের ব্যবসায়িক স্বার্থে বাজার অস্থিতিশীল করার পেছনে ইন্ধন দিচ্ছে। দেশে নীরব দুর্ভিক্ষ চলছে। মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। আর সরকার সাজসজ্জার নামে হাজার কোটি টাকা অপচয় করছে।’

নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘রমজানকে সামনে রেখে মুনাফাশিকারি ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠেছে। তাদের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এ অবস্থা চলতে থাকলে মানুষের জীবন আরও দুর্বিসহ হয়ে উঠবে।’

বিজ্ঞাপন

নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটনের পরিচালনায় সমাবেশে নগর কমিটির সদস্য জয়নাল আবেদিন জিয়া, নুরুল আলম রাজু, কামরুল ইসলাম, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/টিআর

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন