বিজ্ঞাপন

বনানীতে মা-ছেলে হত্যা মামলার প্রতিবেদন ২৮ এপ্রিল

March 24, 2021 | 8:18 pm

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বনানীর কড়াইল এলাকা থেকে হাসি আক্তার (২২) ও তার ছেলে নীরবের (৬) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২৮ এপ্রিল ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার (২৪ মার্চ) মামলার এজাহার আদালতে আসে। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলার এজাহার গ্রহণ করে বনানী থানার এসআই শাহ সিরাজ উদ্দিনকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

পুলিশ জানায়, হাসি তার একমাত্র সন্তানকে নিয়ে স্বামী রফিকুল ইসলামের সঙ্গে কুমিল্লা বড়ুরা এলাকায় থাকতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে হাসি তার বাবার বাসা বনানী কড়াইল বস্তিতে আসেন। রাতের কোনো একসময় হাসির স্বামী তাদের দুজনকে শ্বাসরোধে হত্যা করে বাড়ির পেছনে ঝিলে ফেলে রাখে।

এ ঘটনায় হাসির বাবা মো. হাতেম রুবেলকে আসামি করে বনানী থানায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/এসএসএ

Tags: ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন