বিজ্ঞাপন

‘শিশুবক্তা’ রফিকুলকে ছেড়ে দিয়েছে পুলিশ

March 25, 2021 | 5:54 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর দৈনিক বাংলা এলাকা থেকে শিশু বক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলামকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে রাজধানীর মতিঝিল শাপলাচত্বর এলাকায় যুব অধিকার পরিষদের মোদিবিরোধী বিক্ষোভে থেকে পুলিশ তাকে আটক করেছিল।

বিজ্ঞাপন

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) কাজী আশরাফুল হক সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মুচলেকা নিয়ে রফিকুল ইসলামকে বিকেল সাড়ে চারটার দিকে ছেড়ে দেওয়া হয়েছে।’

মতিঝিলে যুব অধিকার পরিষদের বিক্ষোভ, ‘শিশুবক্তা’ রফিকুল আটক

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমনের বিরোধিতা করে যুব অধিকার পরিষদের ডাকে মতিঝিল শাপলাচত্বর এলাকায় সড়ক বন্ধ করে বিক্ষোভ করে। এসময় মোদির কুশপুত্তলিকা দাহ করেন তারা। এর একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশের ওপর হামলা করে। পরে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন