বিজ্ঞাপন

ঢাকাসহ বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

March 26, 2021 | 11:46 pm

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারাদেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা মাঠে নেমেছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ মার্চ) রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা মাঠে নামেন। বিজিবি সদর দফতর সূত্র সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছে।

ওই সূত্রটি জানায়, রাজধানীর ঢাকার বেশ কয়েকটি পয়েন্টে শুক্রবার হেফাজত সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। চট্টগ্রামের হাটহাজাজিতে চার জন মারাও গেছে। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইন উপড়ে ফেলায় ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তাছাড়া রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক অবরোধ করে রাখে মাদরাসা শিক্ষার্থীরা। পরিস্থিতি আরও অবনতি হতে পারে, এমন আশঙ্কায় স্থানীয় প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে ঠিক কত প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে তা জানাতে পারেনি সূত্রটি।

এর আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন উপলক্ষে বিরোধিতা করে মাঠে নামে হেফাজত সমর্থকরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন